রাবেয়া কান্তা | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ | প্রিন্ট
মুখোশ
রাবেয়া কান্তা
সময় খেকো পথের শেষ প্রান্তে
তুরতুরে হাওয়ায় নাচে ভরভরন্ত মাতাল ।
দেহভাঙা ইমারত সাজিয়ে ঘসা-মাজায় ব্যস্ত থাকি –
শুদ্ধতার ঘরে শোনা যায় শিক্ষিত ফুসুর-ফাসুর ।
লজ্জা ভারানত মনে আমি শূণ্যে তাকিয়ে থাকি,
দেখি – দৃশ্য থেকে দৃশ্যের আরও গভীরে।
একমনে চেয়ে দেখি –
গুটি থেকে রূপ পালটানো বাহারী প্রজাপতি ।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Posted ৮:০১ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো