সুমন মিয়া | বুধবার, ২৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট
মেহনতি মানুষের গল্প
মো. সুমন মিয়
কিছু লোক প্রতি নিয়ত ঘুরে
দুশ্চিন্তা নিয়ে মনে,
মাথার ঘাম পায়ে ফেলে ছুটে
খাবার অন্বেষণে।
একটুকু ক্ষুধা নিবারণই যাদের স্বপ্ন
নয় সে বড় কিছু,
হন্যে হয়ে ছুটে চলে সদা
টাকার পিছুপিছু।
দেহ রত একমাত্র সম্বল তাদের
করতে অর্থ জোগার,
ঝড় বৃষ্টিতে ভিজে কাক হয়
রোদে পুড়ে অঙ্গার।
তাদের পাণে চেয়ে থাকে তৃষ্ণার্ত
আরও কিছু চোখ,
ক্ষুধা নিবারণে অন্ন পেয়ে গৃহে
ঝলমলিয়ে উঠে মুখ।
Posted ২:০৪ অপরাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো