| বুধবার, ০২ জুন ২০২১ | প্রিন্ট
নাম শাহানা আফরোজ ডলি,প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।তিনি ২১ বছর আগে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৮/০৫/২০০০ ইং তাং শিক্ষকতা পেশায় যোগদান করেন।
এই দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন,আজ থেকে ২১ বছর আগে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৮/০৫/২০০০ ইং তাং যোগদানের মাধ্যমে শিক্ষক হবার গৌরব অর্জন করেছিলাম।সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাকে সুস্থ রেখেছেন কর্মক্ষম রেখেছেন,দিয়েছেন সম্মান। প্রাথমিক শিক্ষার জন্য নিবেদিতপ্রাণ হয়ে সাধ্যের শতভাগ দিয়ে কাজ করতে চেষ্টা করেছিআমি। জানিনা কতটুকু দিতে পেরেছি দেশকে? কিন্তু পেয়েছি অনেক। ছোট ছোট শিক্ষার্থীদের নিস্পাপ ভালোবাসা,অভিভাবকদের শ্রদ্ধা,সহকর্মীদের ভালোবাসা এবং সহযোগিতা,কর্মকর্তাদের স্নেহধন্য হয়ে পেয়েছি দিকনির্দেশনামূলক পরামর্শ এবং প্রেরণা।
করোনাকালে অনলাইন পাঠদানে উদ্বুদ্ধ হয়েছি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব বলরাম সাহা স্যারের আন্তরিকতায়। অনলাইন কার্যক্রমে পেয়েছি দেশের আলোকিত কর্মকর্তা, সহযোদ্ধা ভাইবোনদের, নিজ বিদ্যালয়সহ বিভিন্ন প্রান্তের অভিভাবক এবং শিক্ষার্থীদের যাদের সহযোগিতা,সাহচর্য এবং প্রেরণা আমাকে পথ চলতে প্রেরণা দান করেছে।
এভাবেই আপনাদের সকলের ভালোবাসা আর প্রেরণা চাই আমৃত্যু। সকলে আমার জন্য দোয়া করবেন বাকি দিনগুলো যেন ধৈর্য্য এবং মনোযোগের সাথে নিবেদিতপ্রাণ হয়ে মাননীয় প্রধানমন্ত্রীই মহোদয়ের ডিজিটাল বাংলাদেশ গঠনে এবং প্রাথমিক শিক্ষার জন্য কাজ করে যেতে পারি। প্রাথমিক শিক্ষা পরিবারের জয় হোক।
আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন : https://web.facebook.com/shiksharalo.official/। বেশি বেশি লাইক ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন।
ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/channel/UCjYWHfop40H6KomW0ozTmuw
দেখুন করোনাযোদ্ধা শিক্ষকদের ক্লাস, সংবাদ ও শিক্ষার আলো ডট কমের লাইভ অনুষ্ঠান।
Posted ২:৪৩ অপরাহ্ণ | বুধবার, ০২ জুন ২০২১
শিক্ষার আলো ডট কম | ডেস্ক এডিটর