বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষকতায় প্রাপ্তি-অপ্রাপ্তির ২১ বছর শাহানা আফরোজ ডলির

  |   বুধবার, ০২ জুন ২০২১ | প্রিন্ট

শিক্ষকতায় প্রাপ্তি-অপ্রাপ্তির ২১ বছর শাহানা আফরোজ ডলির

নাম শাহানা আফরোজ ডলি,প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।তিনি ২১ বছর আগে জালালপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে ২৮/০৫/২০০০ ইং তাং শিক্ষকতা পেশায় যোগদান করেন।

এই দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন,আজ থেকে ২১ বছর আগে জালালপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে ২৮/০৫/২০০০ ইং তাং যোগদানের মাধ‍্যমে শিক্ষক হবার গৌরব অর্জন করেছিলাম।সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাকে সুস্থ রেখেছেন কর্মক্ষম রেখেছেন,দিয়েছেন সম্মান। প্রাথমিক শিক্ষার জন্য নিবেদিতপ্রাণ হয়ে সাধ‍্যের শতভাগ দিয়ে কাজ করতে চেষ্টা করেছিআমি। জানিনা কতটুকু দিতে পেরেছি দেশকে? কিন্তু পেয়েছি অনেক। ছোট ছোট শিক্ষার্থীদের নিস্পাপ ভালোবাসা,অভিভাবকদের শ্রদ্ধা,সহকর্মীদের ভালোবাসা এবং সহযোগিতা,কর্মকর্তাদের স্নেহধন্য হয়ে পেয়েছি দিকনির্দেশনামূলক পরামর্শ এবং প্রেরণা।


করোনাকালে অনলাইন পাঠদানে উদ্বুদ্ধ হয়েছি আমার অত‍্যন্ত শ্রদ্ধাভাজন ব‍্যক্তিত্ব উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব বলরাম সাহা স্যারের আন্তরিকতায়। অনলাইন কার্যক্রমে পেয়েছি দেশের আলোকিত কর্মকর্তা, সহযোদ্ধা ভাইবোনদের, নিজ বিদ‍্যালয়সহ বিভিন্ন প্রান্তের অভিভাবক এবং শিক্ষার্থীদের যাদের সহযোগিতা,সাহচর্য এবং প্রেরণা আমাকে পথ চলতে প্রেরণা দান করেছে।


তিনি বলেন,অনেক তিক্ত ও মধুর অভিঙ্গতার মধ্য দিয়ে শেষ হলো ২০০ তম ক্লাসটি। আমাদের বিভিন্ন প্রশিক্ষণে বলা হয় যতটুকু সম্ভব শ্রেণিকক্ষে পাঠদানের পূর্বে আনন্দময় পরিবেশ সূষ্টি করতে হবে। তা নাচ,গান, অভিনয়,কৌতুকযে কোন মাধ্যমে হতে পারে। আমিও সে অনুযায়ী চেষ্টা করেছি। এসব কারো কাছে রং ঢং হতে পারে। তবে এটা সত্য যে শিশুরা আনন্দময় পরিবেশে শিখতেই বেশি পছন্দ করে।

এভাবেই আপনাদের সকলের ভালোবাসা আর প্রেরণা চাই আমৃত্যু। সকলে আমার জন্য দোয়া করবেন বাকি দিনগুলো যেন ধৈর্য্য এবং মনোযোগের সাথে নিবেদিতপ্রাণ হয়ে মাননীয় প্রধানমন্ত্রীই মহোদয়ের ডিজিটাল বাংলাদেশ গঠনে এবং প্রাথমিক শিক্ষার জন্য কাজ করে যেতে পারি। প্রাথমিক শিক্ষা পরিবারের জয় হোক।

Facebook Comments Box

Posted ২:৪৩ অপরাহ্ণ | বুধবার, ০২ জুন ২০২১

শিক্ষার আলো ডট কম |

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com