নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৫ মে ২০২২ | প্রিন্ট
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সোমবার (১৬ মে) থেকে ৫ দিন দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিপিই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রাথমিকের লিখিত পরীক্ষা আগামী ২০ মে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামী ১৬ থেকে ২১ মে পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।
জানা গেছে, দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় মোট ৪ লাখ ৮৪ হাজার ৭২৫ জন প্রার্থী অংশ নেবেন।
উল্লেখ্য, প্রথম ধাপের পরীক্ষায় ৪০ হাজার ৮৬২ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩০ জেলায় আগামী শুক্রবার প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮ জেলার সব কটিতে ও ২২ জেলায় আংশিক পরীক্ষা হবে। এদিন মোট ৪ লাখ ৮৪ হাজার ৭২৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেবেন।
এর আগে গত বৃহস্পতিবার (১২ মে) প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের যুগ্ম সচিব মনীষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রথম দফায় ২২ জেলার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৪০ হাজার ৮৬২ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে।
এছাড়া, তৃতীয় ধাপে আগামী ৩ জুন ৩১ জেলায় এ নিয়োগ পরীক্ষা হবে।
Posted ৭:৩১ অপরাহ্ণ | রবিবার, ১৫ মে ২০২২
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো