সৈয়দা সালিহা ফেরদৌস | মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১ | প্রিন্ট
শুণ্যতা অনুভবে
সৈয়দা সালিহা ফেরদৌস
সুনীল,
বহুবছর পর তোমার অভিমুখে আমার এ লিপি
লিপির শুরুতেই সেই প্রিয় সম্ভাষণ নেই,
জানতে চাইছিনা” কেমন আছো?”
আসলে বহুদিনের পুরনো অভ্যাসে এসেছে পালাবদল
প্রতীক্ষায় জমেছে ধুলোর আস্তরণ
হুটহাট চলতি পথে তোমায় দেখে আজ হয়তো আর
সেই সুতীব্র কাপুনি গুলো অসাড় করবেনা আমায়
অলিন্দ নিলয়ে তুমি নামের তানপুরার তাল কেটে গেছে এতদিনে
নতমুখে ফিরে যাওয়া অভিমানে।
সুনীল
জানো তো,
তোমাকে ভালোবাসা কি বোঝাতে গিয়ে
নিজেই ভালোবাসতে ভুলে গেছি।
তোমাকে বোঝাতে চেয়েছিলাম ,
অপেক্ষা, শুদ্ধতম ভালোবাসার স্মারক
তুমি কাঁধে তুলে দিলে অখন্ড অবসরের দায়।
সুনীল
যেদিন জানলাম
তুমি অন্য মনও রাঙ্গাও অন্য চোখেও স্বপ্ন আঁকো
সেদিন নিজেকে খুব অপাঙ্কেয় আর নগন্য মনে হচ্ছিলো
হৃদয়ের সমর্পণে কমতি ছিলোনা
বলা বাহুল্য তাই ঘেটে চললাম ব্যর্থ শরীর
বিধাতাকে ছুড়ে দিলাম একরাশ অনুযোগ।
হারিয়ে গেলাম অন্তরালে অযোগ্যতার অভিশাপে।
সুনীল ,
মানো তো
যুদ্ধ বিধ্বস্ত নগরী আবার গড়ে তিলোত্তমা।
বহুবছর পর ধুলোমাখা পুরনো ডায়রীর ভাঁজে
খুঁজে পেলাম শুষ্ক,পেলবতাহীন বিবর্ণ গোলাপ
একসময়ের যত্নে আঁকড়ে রাখা তোমার স্মৃতি চিহ্ন
সৌন্দর্যহীন,কেবল কাঁটার তীব্রতা কমেনি।
মানুষ আমি দেবী তো নই,
জ্বলে উঠলাম কিছুটা হিংসায়,বাকীটা দহনে
এক এক করে তোমার প্রেমিকাদের প্রোফাইল ঘাটলাম।
আজ আর অনুভুতিতে সেই ব্যর্থতা র গল্প নেই
আত্মবিশ্বাসী দৃষ্টিতে উপলব্ধি করলাম
তোমার প্রেমিকাদের ভীড়ে আমিই সেরা।
তুমি যেমন থিতু হওনি কোথাও,তারাও থিতু হয়নি তোমাতে
বহতা নদীর স্রোতে ভেসে গেছে সব,নেই স্মৃতির সঞ্চয়
হারিয়ে গেছে মূঠো শূণ্য করে।
জানো তো,
নিবিড় পরিচর্যায় ভালোবাসতে জানেনা বলেই
সুনীল রা কখনো কারো হয়না।
অসীম নীলে তারা কেবল শুণ্যতা দেখে
সাদা মেঘের নির্মল প্রেমে ভাসতে জানেনা।
নিখুঁত প্রেমের যোগ্যতা হারায়।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Posted ৫:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো