নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
ডিসেম্বরে শুরু হচ্ছে ‘সেরাকণ্ঠ’ সিজন-৭,
শুরু হচ্ছে সংগীত নিয়ে প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো সেরাকণ্ঠ। ৭ম বারের মতো এটি আয়োজন করছে চ্যানেল আই এবং শো’টির প্রধান পৃষ্ঠপোষক ঐক্য ডটকম ডট বিডি।
৯ ডিসেম্বর থেকে শুরু হবে রিয়েলিটি শো’টির বিভাগীয় পর্যায়ে প্রাথমিক অডিশন রাউন্ড। এবার কোনো বয়স লিমিটি থাকছে না আয়োজনে। ছোট থেকে বড়, সবাই অংশ নিতে পারবেন অডিশনে। পাশাপাশি নর্থ আমেরিকাতেও হবে রিয়েলিটি শো’টির অডিশন রাউন্ড।
মঙ্গলবার দুপুরে চ্যানেলটির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সেখানে আরও জানানো হয়, বিচারক প্যানেলে থাকছে তিন গুণী শিল্পী রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী।
কবে, কোথায়, কোন আয়োজনটি হবে, সেগুলো জানানো হবে চ্যানেল আইয়ের পর্দায়। বিভাগীয় পর্যায়ে অডিশন শেষে যখন গ্র্যান্ড অডিশন শুরু হবে, তখন প্রতিযোগিদের মূল্যায়ন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সামিনা চৌধুরী।
সেরা ১৬ নির্বাচিত হওয়ার পর বিচারক হিসেবে যুক্ত হবেন রুনা লায়না। সংবাদ সম্মেলনে জানানো হয়, আয়োজনটি নিয়ে ৪০টি পর্ব নির্মাণ করবে চ্যানেলটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সভাপতি উদ্যোক্তা উন্নয়ন উইং ঐক্য ফাউন্ডেশন মিসেস শাহীন আকতার রেনী, দুই বিচারক রুনা লায়লা ও রেজওয়ানা চৌধুরী বন্যা।
আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। আরেক বিচারক সামিনা চৌধুরী বিশেষ কাজে ব্যস্ত থাকায় সংবাদ সম্মেলনে আসতে পারেননি।
রুনা লায়লা বলেন, ‘যারা এই অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করতে চায় তাদের অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে। আশা করি এবারের সেরাকণ্ঠটি হবে বেশ চমকপ্রদ।’
রেজওয়ানা চৌধুরী বলেন, ‘সেরাকণ্ঠের এই অনুষ্ঠানটির মাধ্যমে যারা এবার বেরিয়ে আসবে আশা করছি তারা হবে দেশসেরা শিল্পী। এই অনুষ্ঠানের বিচারক প্যানেলে আমার নাম থাকায় আমি সম্মানিত বোধ করছি।’
ঐক্য ডটকমড ডট বিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন-৭ এর প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মারিয়া নূর।
Posted ৪:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো