
রুনা আফরোজ | শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
রুনা আফরোজ
শূন্য চোখে
রুনা আফরোজ
———————————–
বহু বছর ধরে হেঁটে চলেছি পৃথিবীর পরে
দূর নক্ষত্রের আলো গায়ে মেখেছি,
বাহির চকচকে
ভিতরে নীল জলের অবগাহন নিত্য চলে।
বাতাসে ভেসে চলা অক্সিজেন গিলে গিলে আজও বেঁচে আছি।
পাহাড় চূড়ার হাতছানিতে যেয়ে দেখি একলা আমি
চারিদিকে শুনশান নীরবতা,
বাতাসে ভেসে আসছে বিষন্নতার গন্ধ
কোথাও কেউ নেই
প্রতিটি হৃদয় একা।
বহুদিন অনুভূতিহীন
তবুও সময় গড়াই
জীবন ফুরাই,
শূন্য চোখে অসীমে চেয়ে থাকা
কখন গোপন বার্তা আসবে,
পৃথিবীর বন্ধন ছিন্ন করে যেতে হবে
যেখানে একবার গেলে আর ফেরা যায়না।
Posted ১২:১০ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ |