ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নয়া দিল্লিতে বৈঠক করেছেন।
জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়া দিল্লি যান। সন্ধ্যায় দুই দেশের প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করেন।
বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই আনন্দদায়ক। বৈঠকে কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযোগ এবং আরও অনেক ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে।’
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নয়াদিল্লি গেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন প্রমুখ।
প্রসঙ্গত, শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১২ টা ৪০ মিনিটে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। লালগালিচা সংবর্ধনা, ঐতিহ্যবাহী নাচসহ বর্ণাঢ্য আয়োজনে বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ।
এর আগে বেলা ১১টায় ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
Posted ৯:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো