| শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
“শৈশব-কৈশোর স্মৃতি” – মারুফা লিজা
বহুদিন পেরিয়ে মনে করি আজি-
খেলার সাথীদের কথা!
ভূলিয়া গিয়াছি অনেকের নাম ;
জানিনা কে আছে কোথা।
কত কি খেলিয়াছি, মজার মজার খেলা;
ভূলিয়া গিয়াছি আজ তা!
বউচি,কানামাছি, লুকোচুরি,
এক্কা-দোক্কা আর দাড়িয়াবান্ধা।
কতফল পেরেছি গাছের মগডালে উঠি,
ডানপিটে মেয়ের মতন;
কানে আঙ্গুল দিয়া রাখিতাম ওরে-
মা বকিত মোরে যখন।
কতকিছু আজ মনে পড়ে মোর
শৈশব-কৈশোরের স্মৃতি!
সেসব আমার অমূল্য ধন
সুখ-মোড়ানো প্রীতি।
Posted ৮:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০২১
শিক্ষার আলো ডট কম | ডেস্ক এডিটর
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ |
৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২ | ৯ | ৩০ | ৩১ |