
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১ | প্রিন্ট
সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) সরাসরি নিয়োগের লক্ষ্যে ৩১/১২/২০২১ তারিখ পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫/০৩/২০২০ তারিখ নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রকাশিতব্য বিজ্ঞপ্তি অনুসারে কোভিড -১৯ পরিস্থিতির কারণে সরকারি চাকরিপ্রার্থীদের আবেদনের ক্ষেত্রে ২১মাস ৬ দিন শিথিল করা হয়েছে বলে জানা যাই। আজ ১৯ আগষ্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার উপসচিব জনাব দীপংকর বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথা জানা যাই।
বিজ্ঞপ্তিতে যে সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর অধীনস্ত অধিদপ্তর/ পরিদপ্তর/ দপ্তর এবং সংবিধিবদ্ধ/ স্বায়ত্বশাসিত/ জাতীয়কৃত প্রতিষ্ঠানসমূহ কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি সে সকল প্রতিষ্ঠানকে আগামী ৩১/১২/২০২১ তারিখ পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫/০৩/২০২০ তারিখ নির্ধারণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/ বিভাগকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এদিকে বয়স শিথিলের এ সংবাদ চাকরিপ্রার্থীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। বিশেষ করে অতিমারি করোনার কারণে চাকরির বিজ্ঞপ্তি না পেয়ে যাদের বয়স শেষ হযে যাচ্ছিল কিংবা শেষ হয়ে গিয়েছে তাদের হতাশার জীবনে অনেকটা স্বস্তির সুবাতাস বইছে। এ ধরণের সময়পোযোগী সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Posted ৭:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
৯ | ৩০ | ৩১ |