
জেলা প্রতিনিধি | বুধবার, ৩০ আগস্ট ২০২৩ | প্রিন্ট
পারিবারিক কলহ থেকে স্কুলে এসেও মারামারি করতেন বরগুনার আমতলী উপজেলার উত্তর গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক দম্পতি। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছিল। এমনকি ভয়ে স্কুলে আসা বন্ধ করে দেয় অনেক শিক্ষার্থী। ওই শিক্ষক দম্পতিকে বদলি করা হয়েছে।
গত রোববার (২৮ আগস্ট) তারা নতুন স্কুলে যোগদান করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, উত্তর গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী সহকারী শিক্ষিকা নুরুন নাহার সিদ্দিকা নিরু তাদের দাম্পত্য কলহ স্কুল পর্যন্ত গড়াতেন। স্কুলে এসেও কলহে জড়াতেন তারা। এমনকি তাদের মধ্যে মারামারি পর্যন্ত হতো। তাদের এ কর্মকাণ্ডে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও লেখাপড়া বিঘ্নিত হচ্ছিল। এতে ওই দুই শিক্ষকের বদলি দাবি করে আসছিলেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
রোববার সিদ্দিকুর রহমান উত্তর পূর্ব চিলা এবং নুরুন নাহার সিদ্দিকা নিরু গেড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছেন বলে জানা গেছে।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম। তিনি বলেন, ওই শিক্ষক দম্পতিকে অন্য বিদ্যালয়ে ডেপুটেশনে বদলি করা হয়েছে। তারা সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগ দিয়েছেন।
জানা গেছে, উপজেলার উত্তর গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো. সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী সহকারী শিক্ষিকা নুরুননাহার সিদ্দিকা নিরু দম্পতির মধ্যে দাম্পত্য কলহ রয়েছে। তারা বিদ্যালয় এসে প্রায়ই মারামারি করেন এমন অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের।
শিক্ষক দম্পতির এমন কর্মকাণ্ডে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট ও লেখাপড়া চরমভাবে বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করে আসছিল শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়াই বন্ধ করে দেয়।
অভিযোগ পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তদন্তে সত্যতা পান। পরে ওই দুই শিক্ষককে অন্য বিদ্যালয়ে ডেপুটেশনে (প্রেষণ) বদলি করা হয়।
Posted ৬:১০ অপরাহ্ণ | বুধবার, ৩০ আগস্ট ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
৯ | ৩০ | ৩১ |