রবিবার ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

স্কুলে রেজিস্ট্রেশন ফি বেশি নিলে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ মে ২০২২ | প্রিন্ট

স্কুলে রেজিস্ট্রেশন ফি বেশি নিলে কঠোর ব্যবস্থা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

-ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাকালীন শিক্ষার যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। স্কুলগুলোয় অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন ফি বাবদ বেশি টাকা নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১১ মে) সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আয়োজনে এসইডিপি স্কিম রিভিউ কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকার নির্ধারিত ফি’র চেয়ে বেশি ফি নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি নিবন্ধন ৫০ টাকা হলেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে।


শিক্ষার মানোন্নয়নের বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে অন্যান্য খাতের মতো শিক্ষা খাতেও নেতিবাচক প্রভাব পড়েছে। আবার কারোনার কারণে আমরা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছি। প্রযুক্তি ব্যবহারে অনেক অভিজ্ঞ হয়ে উঠেছি। শিক্ষার্থীদের সবাই অনলাইনে পড়াশোনার সুযোগ পায়নি। যারা পেয়েছে তাদেরও কিছু কিছু ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণের জন্য আমরা কাজ করে চলেছি।

দুই দিনব্যাপী এ কর্মশালায় উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দীক, উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. ওমর ফারুকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


Facebook Comments Box

Posted ৭:৫১ অপরাহ্ণ | বুধবার, ১১ মে ২০২২

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com