ডালিয়া পারভীন | রবিবার, ২৫ জুন ২০২৩ | প্রিন্ট
স্বর্ণযুগ
ডালিয়া পারভীন
মনের খোয়াড় খুলে
যে বিষণ্ণ ব্যস্ততা উপহার দিলে
তার হয়তো শেকড় গজিয়ে
আমাকে একদম ঢেকে ফেলবে।
আমি হারিয়ে যাব
সেই শেকড়ের মৃত্তিকা গহবরে।
একদিন তোমার ফুরসত হবে,
কিন্তু আমি মিশে যাবো জল কাদা মাটির সমুদ্রে।
তখন মনের কোদাল দিয়ে হারানো সময়টাকে খুড়বে
টুকরো টুকরো করে দিবে বেঁচে দেয়া
কালের পাতায় সাজানো পঁচনশীল স্মৃতির পসরা।
কিন্তু পাবে?
পাবে কী ফিরে বিনামুল্যে হারানো
দূর্মূল্যের সেই স্বর্ণালী স্বর্ণযুগটাকে!
সব পাওয়ার মাঝেও বুঝি সব হারাবে।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Posted ৯:০৭ অপরাহ্ণ | রবিবার, ২৫ জুন ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো