
আমিনা খানম | বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ | প্রিন্ট
স্বাধীনতার মহানায়ক ।। আমিনা খানম
স্বাধীনতার মহানায়ক
আমিনা খানম
হাজার বছরের শ্রেষ্ট বাঙালি তুমি
বাংলা মায়ের শেখ মুজিবুর রহমান,
সতেরো মার্চ ঊনিশো বিশ সালে
জন্ম নিলে তুমি বাংলার প্রাণ।
মহাবীর উঁচু শির বজ্র কন্ঠ
আকশে বাতাসে প্রতিনিয়ত হচ্ছে ধ্বনি,
তুমি বাংলার চির সবুজ বৃত্ত
তোমার চেতনা ভাবনার মহান বাণী।
পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি করতে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসলে বীর বেশে,
পাক-হানাদার পরাজিত নিশ্চিত করতে
ভাষণ দিলে বাঙালি জাতির উদ্দেশ্যে।
শেখ মুজিব তুমি রবি শশী
তুমি বাঙালি জাতি সত্তার প্রাণ,
তোমর জন্মে ধন্য হলো বাংলা
তুমি বাঙালির শেখ মুজিবুর রহমান।
শেখ মুজিব তুমি যে মহানায়ক
স্বৈরাচারের হুঙ্কার গরীব দুখীর বন্ধু,
তুমি আকাশ তুমি প্রবাহিত বাতাস
তুমি মানবতার এক সুবিশাল সিন্ধু।
জন্ম তোমার স্বার্থক হলো মুজিব
সুজলা সুফলা শস্য শ্যামল বাংলায়,
কোটি কোটি বাঙালি শ্রদ্ধা ভারে
আজ জন্মদিনে স্মরণ করবে তোমায়।
Posted ৭:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
৯ | ৩০ | ৩১ |