নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ জুন ২০২১ | প্রিন্ট
বর্তমান সময়ের বিশেষ করে করোনকালীন প্রাথমিক শিক্ষায় এক আলোচিত নাম গুগুল মিট। সময়ের চাহিদার সাথে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার দিকে যেমন মানুষকে ধাবিত করছে, তেমনি মানুষ প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছে। জনপ্রিয়তা লাভ করছে বিভিন্ন রকম ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার। সে ধারাবাহিকতায় অনলাইন শিক্ষা ব্যবস্থায় গুগল মিটের ব্যবহার বেড়ে গিয়েছে কিন্তু এর ব্যবহার নিয়ে অনেকে অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত।
কেননা ডেক্সটপ কিংবা ল্যাপটপের সাথে স্মার্ট ফোনের ব্যবহার একটু ভিন্নতা থাকায় অনেকের পক্ষে বিষয়টি বুঝতে সমস্য হচ্ছে। আর সে কারণে বিষয়টি পরিষ্কার করার জন্য স্মার্ট ফোনে কিভাবে ব্যবহার করবেন সেটি তুলে ধরা হলো।
শিক্ষার আলো ডট কমের ফেসবুক পেজ লাইক দিন ও ফলো করুন( ক্লিক করুন)।
স্মার্টফোনে Google Meet এর Parmanent Link তৈরি ও যেভাবে GOOGLE MEET এ ক্লাস নিবেন:
(১) Play Store থেকে Google Calendar টি Install করবেন।
(২) Google Calender টি Open করবেন।এরপর আপনার Mobile Screen এর বামপশে নিচেয় “+” চিহ্নে চাপ দেবেন।
(৩) এরপর Event এ চাপ দেবেন।
(৪) এরপর Add Title এ আপনার নাম লিখবেন।
(৫) আবার Event এ চাপ দিয়ে আপনার e-mail Address টি সেট করবেন।
(৬) এরপর All day তে চাপ দেবেন।
(৭) তারপর Does not repeat এ চাপ দিয়ে Every day তে চাপ দেবেন।
(৭) এরপর Add Video Confreencing এ চাপ দেবেন।
(৮) তারপর Save এ চাপ দেবেন।
আপনার Parmanent Link তৈরি হয়ে গেছে।
শিক্ষার আলো ডট কমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
এবার আপনি ওখান থেকে বের হয়ে এসে আবার Google Calender এর চাপ দেবেন। এবার আপনি আপনার নাম লেখা দেখতে পাবেন। আপনার নামের উপর চাপ দিলেই আপনি আপনার Google Meet Link টি দেখতে পাবেন।
আশাকরি যেসকল শিক্ষক স্মার্ট ফোনে গুগল মিট ব্যবহার করবেন কিংবা যেসকল অভিভাবক স্মার্ট ফোনে শিক্ষার্থীকে কাসে সংযুক্ত করবেন ;তাদের জন্য ব্যবহারটি সহজ হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে শিক্ষার আলোর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। লাইভ অনুষ্ঠান (টকশো, গান ও কবিতার আসর), আইটি ট্রেনিং ও অনলাইন ক্লাসের ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই শিক্ষার আলো ডট কমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
শিক্ষার আলো ডট কমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Posted ৫:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুন ২০২১
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো