
সৈয়দা সালিহা ফেরদৌস | রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
সৈয়দা সালিহা ফেরদৌস
স্মৃতিভূক
সৈয়দা সালিহা ফেরদৌস
ভুলে যাওয়া খুব সহজ
ভুলে থাকা কতটা কঠিন জানে অন্তর্যামী
মানুষ ভুলে যায় অবচেতনে
গভীর সচেতনতায় ভুলে থাকতে হয়।
মনে রাখার চেষ্টা যতটা তীব্র
তার চেয়ে সুতীব্র আকুতি ভুলে থাকার।
আর মনে করবোনা ভাবতেই
মন পোড়ে,মনে পড়ে অযুতবার।
হারিয়ে গিয়েই তো মানুষ জানিয়ে যায়
কতটা জড়িয়ে ছিল,
কতটা ছড়িয়ে ছিল
সোহাগে আদরে,শাসনে বারণে।
যারা ছিলো নিত্যকার অভ্যস্ততায়
উপস্থিতিতে ছিলো না কোন ভাবান্তর
প্রাপ্তি অপ্রাপ্তির
যারা একতরফা,উদ্দেশ্যবিহীন, বিনিময়হীন ভালোবেসে
বড় অসময়ে হলো নিরুদ্দেশ অসীমে
প্রস্থানেই বার্তা দিল
কি ছিল তারা এক জীবনে
হারিয়ে যাওয়া অমুল্য নীলকান্ত মণি
একান্ত মঙ্লময় প্রাণেশ্বর।
যতবার ভেবেছি আর মন পুড়াবোনা
বেদনার্ত অতীতে
ততবার মনে পড়ে হাস্যোজ্জ্বল মমতামাখা মুখ
যারা নিবিড় মমতায় মন পড়েছিল
ছুঁয়েছিল লুকোনো ব্যথা
ভেঙ্গে পড়া মাস্তুল টেনে করেছিল নোঙ্গর।
ভুলে থাকার ব্যর্থ কৌশলে ব্যস্ততা যত বাড়ে
ডুবে থাকা কর্মক্লান্ত সমুদ্র সফেনে
নিরালা রাত্রির স্বপ্নঘোরে ঠিক তারা আসে
বুলিয়ে দিতে কাশফুলের মত নরম মায়ার পরশ।
আচ্ছন্ন করে রাখে সারা দিনমান
হৃদয়ের কতটা গভীরে প্রোথিত আছে তারা
যাদের কখনো আলাদা করে বলা হয়নি “ভালোবাসি।”
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Posted ৫:৫৭ অপরাহ্ণ | রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | |
১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ |
১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ |
৩১ |