
রাবেয়া কান্তা | সোমবার, ১৮ অক্টোবর ২০২১ | প্রিন্ট
৩২ নম্বর বাড়ি
রাবেয়া কান্তা
৩২ নম্বর বাডির সামনে এসে হঠাৎ আটকে গেল পা’দুটি
চারদিকে ভয়ঙ্কর নিস্তব্ধতা , অসাড় হয়ে পড়ছে সমস্ত অঙ্গ-প্রতঙ্গ ।
অনুভূতিহীন ইন্দ্রিয়গুলো জাগিয়ে তুলতে
যখন ব্যাকুল হয়ে কাতরাচ্ছি –
তখনই ভেসে আসে ট্যাংকের ভয়াল গর্জন,
দেখি – পুব আকাশ জুড়ে রক্তের মতো দিন
আঁধার ভেদ করে আরো অন্ধকারে ডুবে যায় ।
হতবিহ্বল হয়ে আমি ছুটে যাই বাড়ির ভিতর ,
দেখি – মেঝেতে পড়ে আছে মুজিবপুত্র কামাল , জামাল
অবাক হয়ে তাকিয়ে আছে সহোদর নাছির ।
রক্তের নদী সিঁড়ি বেয়ে ধেয়ে আসে আমার দিকে
দেখি – রক্তনদীতে আঁকা বাংলার মানচিত্রের ওপর পড়ে আছেন
মুজিব , আমাদের পিতা – হাতে প্রিয় পাইপ ।
তাঁর ঠোঁটের কোণে বিজয়ীর হাসি – তিনি যেনো বলছেন –
এবুক ৫৬ হাজার বর্গমাইল , এবুক বাংলাদেশের বুক
আমিই বাংলাদেশ ।
আমার হাত দুটি নেমে এলো ফিনকি দিয়ে বের হওয়া
বুলেট-বিদ্ধ পিতার বুকের রক্তে – আমি আঁতকে ওঠি
ছুটে যাই ওপরে – এঘর ওঘর খুঁজি –
দেখি – মেঝেতে পড়ে আছে লাল টকটকে রক্তের জামা পরা
ছোট্ট রাসেল – আমাদের কনিষ্ঠ ভ্রাতা
দুচোখে তার সানুনয় আকুতি – মা! মা!
আমাদের মা – বঙ্গমাতা বেগম মুজিব – হায়!
তাঁর বুকও ঝাঁঝরা করা হলো, তারঁ বুকও!
তাঁর সদ্য বিবাহিতা পুত্রবধুদের হত্যা করা হলো একে একে –
এতো ভয়ানক হত্যাযজ্ঞ ! এতো নৃশংসতা !
লজ্জায় , ঘৃণায় আমি কাঁদতে পারিনি ,
তারপর আমার আর ঘুম আসে না
আমি ঘুমাতে পারি না , আমাদের আর ঘুম আসে না ।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Posted ৮:১৭ অপরাহ্ণ | সোমবার, ১৮ অক্টোবর ২০২১
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো