
মারুফা লিজা | মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ | প্রিন্ট
হাসি ।। মারুফা লিজা
“হাসি”
মারুফা লিজা
হাসতে নাকি জানেনা টিচার
কে বলেছে কবে?
মোদের স্যারদের হাসির কথা
এবার শুনতে হবে।
লিনা হাসে লম্বা শ্বাসে,
সহিদার হাসে রাজার সাথে।
কাদের মিলে রুমী হাসে,
হাসেন তমা ও আফতার।
তোজাম্মেল স্যারের হাসি দেখে
হাসেন মতিয়ার স্যার।
রেজিনা হাসে রাঙা ঠোঁটে,
খালেদুলেরও হাসি ফোটে।
আইজুল, আকমল, আফসার, আফজাল
হাসতে সবাই চায়।
জাহাঙ্গীরের দেখলে হাসি
সাহিদা চমকে যায়।
লিজার হাসি দেখে ও যারা
গোমড়া মুখে রয়,
তাদের দেখে ডেইজীর মুখে
কেবল হাসি পায়।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Posted ৫:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
৩০ | ৩১ |