বুধবার ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ আগস্ট ২০২৩ | প্রিন্ট

প্রধান শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের একই উপজেলা বা থানার মধ্যে অনলাইনে বদলি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বুধবার (২ আগস্ট) এ সংক্রান্ত কার্যক্রম স্থগিতের আদেশ জারি করে সংশ্লিষ্টদের চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


এতে বলা হয়, উপজেলা/থানার মধ্যে অনলাইনে প্রধান শিক্ষকদের বদলি কার্যক্রম নির্দেশক্রমমে স্থগিত করা হলো।

এর আগে, গত ৩০ জুলাই দেওয়া এক চিঠিতে প্রধান শিক্ষকদের একই উপজেলা বা থানার মধ্যে অনলাইনে বদলি কার্যক্রম শুরুর ঘোষণা করা হয়েছিল। যা আগামী বৃহস্পতিবার (৩ আগস্ট) থেকে শুরু হওয়ার দিন নির্ধারিত ছিলো।


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার কর্মকর্তারা বলছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় তা স্থগিত করা হয়েছে। স্থগিতের কারণ মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

তবে কর্মকর্তাদের একটি সূত্র জানিয়েছে, অনলাইন বদলির জন্য সফটওয়্যার এখনও প্রস্তুত হয়নি। চূড়ান্ত আবেদন নেয়ার আগে ট্রায়াল দেওয়া হবে। তারপরও সব ঠিক থাকলেও আগস্ট মাসের মাঝামাঝি থেকে আবেদন নেয়া শুরু হতে পারে।


Facebook Comments Box

Posted ৫:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০২ আগস্ট ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com