
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ | প্রিন্ট
কাজের প্রয়োজনে ব্যবহারকারীদের কাছে থেকে স্মার্টফোনের মাইক্রোফোন, কল লগ, ক্যামেরাসহ বিভিন্ন তথ্য ব্যবহারের অনুমতি নিয়ে নেয়।
তাই ব্যক্তিগত নিরাপত্তার জন্য কোন অ্যাপ ব্যবহারকারীর কোন তথ্য জানতে পারে, তা জানা প্রয়োজন। স্মার্টফোনে ইনস্টল করা কোন কোন অ্যাপ তথ্য সংগ্রহ করতে পারে, তা দেখে নেওয়া যাক-
স্মার্টফোনের বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহারের অনুমতি নেওয়া অ্যাপগুলোর তথ্য জানার জন্য প্রথমে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সেটিংসে প্রবেশ করে প্রাইভেসি অপশন নির্বাচন করতে হবে।
এরপর পারমিশন ম্যানেজারে ট্যাপ করে পরবর্তী পেজে প্রবেশ করলেই ফোনের ক্যালেন্ডার, কল লগস, ক্যামেরা, কন্টাক্টস, ফাইলস অ্যান্ড মিডিয়া, লোকেশন, মাইক্রোফোন ইত্যাদি অপশন ব্যবহারের অনুমতি পাওয়া অ্যাপের সংখ্যা দেখা যাবে।
এবার মাইক্রোফোন অপশনে ট্যাপ করলেই কোন কোন অ্যাপের মাইক্রোফোন ব্যবহারের অনুমতি রয়েছে, তা জানা যাবে। একইভাবে ক্যামেরা বা কন্টাক্ট অপশনে ক্লিক করে সেগুলো ব্যবহারের অনুমতি পাওয়া অ্যাপগুলোর নাম জানা যাবে। শুধু তাই নয়, পারমিশন থেকে অল পারমিশনস অপশন নির্বাচন করলে কোন অ্যাপ তথ্য সংগ্রহ করছে, তা-ও জানা যাবে।
Posted ৫:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | |
১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ |
১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ |
৩১ |