
ময়না মনি | রবিবার, ১৯ মে ২০২৪ | প্রিন্ট
ময়না মনি
নিজেই নিজের
……(ময়না মনি)
নিজেকে নিজের করে রাখার মধ্যেই পাবে প্রশান্তি
নতুবা যেখানেই যাওনা কেন পাবে শুধুই অশান্তি।
নিজের গন্ডিতেই তুমি তোমার কাছে অনন্য
নতুবা সব গন্ডি পেরুলেও তুমি হবে অতিনগন্য।
নিজের বলতে তুমি শুধুই তোমারই নিজের তোমার
নতুবা সব নিজের বলা বাক্যগুলো শুধুই দিবে আঁধার।
নিজেকে নিঃশেষ করে দিলেও ক্ষতি শুধুই নিজের
নতুবা সব আপনেরা ক্ষতির দ্বায়ভার নেয়না কারোর।
নিজেই নিজেকে সকলেই যেন আমৃত্যু ভালোবাসি
নতুবা অন্যের ভালোবাসায়, কথায় এবং মায়ার জালে জড়ালে হবেন সস্তা এবং পুরোটাই বাসি।
Posted ১:১১ অপরাহ্ণ | রবিবার, ১৯ মে ২০২৪
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
৯ | ৩০ | ৩১ |