| শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
করোনাকালীন শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি পুষিয়ে নিতে সরকারের পাশাপাশি সারাদেশের শিক্ষকদের মেধা ও শ্রমের বিনিময়ে ২০২০ শিক্ষাবর্ষের ধারাবাহিকতায় ২০২১ শিক্ষা বর্ষেও শিক্ষা ব্ষিয়ক অনলাইন নিউজপোর্টাল শিক্ষার আলো ডট কমের অফিসিয়াল ফেসবুক পেজ শিক্ষার আলো।।shiksharalo.com (https://www.facebook.com/shiksharalonews) এ শিক্ষকরা ক্লাসভিত্তিক বিভিন্ন বিষয়ে লাইভে পাঠদান করছেন।
আজ ৩১/০১/২০২১ ইং তারিখ রোজ রবিবার ৫ খ্যাতিমান শিক্ষক যেসব বিষয়ে পাঠদান করবেন…
১।পঞ্চম শ্রেণির – ইংরেজি
সময় : সকাল ১০টা ০০ মিনিট,
উপস্থাপনায়: শামসুন নাহার জেবা,
সহকারী শিক্ষক,
নগরবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিনাইদহ সদর,ঝিনাইদহ।
২।পঞ্চম শ্রেণির – গণিত
সময় : সকাল ১০টা ৩০ মিনিট,
উপস্থাপনায়: শাহেনা আক্তার,
সহকারী শিক্ষক,
ব্রাক্ষণডুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ।
৩।পঞ্চম শ্রেণির – বাংলা
সময় : বিকাল ১১টা ০০ মিনিট,
উপস্থাপনায়: মোছাঃ সালমা খাতুন
সহকারী শিক্ষক
হাটবোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
৪।পঞ্চম শ্রেণির – ইংরেজি
সময় : বিকাল ৩টা ০০ মিনিট,
উপস্থাপনায়: মোছাঃ মার্জুয়ারা বেগম,
প্রধান শিক্ষক,
দক্ষিণ বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিমলা, নীলফামারি।
৫। প্রথম শ্রেণির – বাংলা
সময় : বিকাল ৪টা ০০ মিনিট,
উপস্থাপনায়: শাহানা আক্তার ডলি ,
প্রধান শিক্ষক,
এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ।
আমাদের ক্লাসগুলো দেখতে ভিজিট করুন : https://www.facebook.com/shiksharalonews । বেশি বেশি লাইক ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন।
আগ্রহী শিক্ষকগন ক্লাস নিতে যোগাযোগ করুন: 01713-928164
ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/channel/UCjYWHfop40H6KomW0ozTmuw দেখুন করোনাযোদ্ধা শিক্ষকদের ক্লাস ও শিক্ষার আলো ডট কমের লাইভ অনুষ্ঠান।
Posted ৮:৫২ অপরাহ্ণ | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১
শিক্ষার আলো ডট কম | ডেস্ক এডিটর