
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ | প্রিন্ট
তানিয়া আফরোজ
-প্রতিনিধি
উদ্বাস্তু শিশু
তানিয়া আফরোজ
ধনীর দুলাল হয়েছে
পথের কাঙ্গাল,
পিতামাতা নেই বলে আজ
হয়েছে মানুষের কাছে জঞ্জাল।
শিক্ষার আলোর ফেসবুক পেজে লাইক দিন ও ফলো করুন (ক্লিক করুন)।
একদিন সুখ ছিল তার ঘরে
জীবন আলো করে,
হেসে খেলে দিন যেতো তার
বাবা মায়ের আদরে।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
বাবার চোখের মনি
মায়ের আদরের ধন
ধুলায় লুটায় এখন।
শিক্ষার আলোর ফেসবুক পেজে লাইক দিন ও ফলো করুন (ক্লিক করুন)।
পরনে শতছিন্ন পোশাক
অনাহারী মুখ,
দুমুঠো ভাতের তরে
কেঁদে কেঁদে ঘুরে মরে।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
কুকুর বেড়ালের মতো
এঁটোকাঁটা খেয়ে জীবন ধারণ করে
হায়! কি নিঠুর পৃথিবী?
ছোট্ট এ শিশুটির জন্য কারো মনে
এতটুকু দয়ামায়া নেই বুঝি।
শিক্ষার আলোর ফেসবুক পেজে লাইক দিন ও ফলো করুন (ক্লিক করুন)।
ধিক্কার এ সমাজ ব্যবস্থা
নিন্দা জানাই তাদের
মিছে অহংকার আর গৌরবে
শিশুটিকে যারা মারে।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
বিশ্ব মানবতার তরে শিশুটি
আজ কাঁদে দ্বারে দ্বরে।
শিক্ষার আলোর ফেসবুক পেজে লাইক দিন ও ফলো করুন (ক্লিক করুন)।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Posted ৭:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
৯ | ৩০ | ৩১ |