
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ অক্টোবর ২০২২ | প্রিন্ট
ছবি : প্রতীকি,
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কল সেন্টারে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
Walton Hi-Tech Industries Plc has recently issued a recruitment notification. The organization will employ manpower in their call center. Interested candidates can apply online.
পদের নাম : কল সেন্টার এক্সিকিউটিভ। পদের সংখ্যা : ১৫টি। আবেদন যোগ্যতা : ডিপ্লোমা বা স্নাতক পাস থাকতে হবে। তবে পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কল সেন্টারে সুপারভিশন, ম্যানেজমেন্ট, কাস্টমার সাপোর্ট সংক্রান্ত বিষয়ে জানাশোনা থাকতে হবে। ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা ২২-২৮ বছরের মধ্যে হতে হবে। শিফটিং কাজে আগ্রহ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।
বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। পরিশ্রমী ও এনার্জেটিক হতে হবে।
Must have knowledge of call center supervision, management, customer support. Freshers can also apply.
Candidates age limit should be between 22-28 years. Must have interest in shifting work. Must be fluent in Bengali and English. Must be good at problem solving.
Must have analytical skills. Must be good at problem solving. Must have leadership qualities. Must be hardworking and energetic.
চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
Salary and Benefits: Monthly salary is negotiable. Other benefits will be provided as per company policy.
Last Date of Application : 15th October, 2022
আবেদনের শেষ তারিখ : ১৫ অক্টোবর, ২০২২
Posted ৫:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০১ অক্টোবর ২০২২
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
৯ | ৩০ | ৩১ |