শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন কারিকুলামে নেই প্রাথমিক সমাপনী পরীক্ষা ।। প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ | প্রিন্ট

নতুন কারিকুলামে নেই প্রাথমিক সমাপনী পরীক্ষা ।। প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

দেশে নতুন কারিকুলাম বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি ও ইবতেদায়ি) পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের নতুন যে কারিকুলাম আছে, সেখানে পরীক্ষাটা নেই। নতুন কারিকুলাম বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা তুলে দেওয়া হবে।’

এবারের সমাপনী পরীক্ষার বিষয়ে জাকির হোসেন বলেন, ‘প্রায় দুই বছর বিদ্যালয় বন্ধ ছিল। আমরা শিখন ঘাটতি পূরণে আর একটু সময় নিই। আমরা ঘাটতি পূরণ করে তারপর সিদ্ধান্ত জানাব। সমাপনী পরীক্ষা নভেম্বরের দিকে হয়, আমরা দু-তিন মাস আগে জানাব। এখনই জানালে কোচিং সেন্টার সব লাইন ধরবে।’


সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘আমরা শিক্ষার্থীদের টেনশনে ফেলতে চাই না। তারা পাঠে ব্যস্ত থাকুক। তারা শিখন যোগ্যতা যাতে অর্জন করতে পারে, সে জন্য পরীক্ষার টেনশন দিতে চাই না। ভবিষ্যতে এই সমাপনী পরীক্ষা থাকবে না।’

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে না হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পাবলিক পরীক্ষা অনুষ্ঠানের জন্য তিন থেকে চার মাস সময় লাগে। এসব বিবেচনায় প্রাথমিক সমাপনী পরীক্ষা এবার না হওয়ার সম্ভাবনাই বেশি।


সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


Posted ৬:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com