
সৈয়দা সালিহা ফেরদৌস | রবিবার, ২৯ আগস্ট ২০২১ | প্রিন্ট
সৈয়দা সালিহা ফেরদৌস
প্রহেলিকা
সৈয়দা সালিহা ফেরদৌস
জীবন আর মরণের মোহনায় দোদুল্যমান বেঁচে থাকা
অনিশ্চিত রজ্জু আকড়ে ধরে রাখা
অদৃষ্টের বিধান
হয় করুন মৃত্যু, নয়তো জীবন জয়তু।
বাতাসে মিশেছে মহাপ্রলয়ের বিষ
তবু অবিরত আচ্ছন্নতায় দোয়েলের শীস
উজ্জ্বয়িনি আলোর রেখায়
বিনোদিনী রাই সন্ধ্যার আবীর মাখায়
স্বপ্নীল অভিসারে,তবু জীবন জয়তু।
এত মৃত্যু, এত ক্ষুধা,এত হাহাকার
তীব্র রুদ্ধশ্বাস, কত হা- হুতাশ,কত চিৎকার
তবু কেউ কেউ নির্বিকার
ভাবলেশহীন নয় ভীতু,জীবন জয়তু।
যার গেছে হায়!! শোক কেবল তাকেই পোড়ায়
আর মিছে সব, ক্ষণিকের বিলাপ ধরায়
আসলে কেউ কারো নয়
শূন্যতার অনুভুতিও ক্রমশ ফিকে হয়
যাপিত জীবনের ব্যস্ততায়, জীবন জয়তু।
বর্তমান যার অনিশ্চিত সেও ভবিষ্যতের স্বপ্নে বিভোর
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ক্লান্ত আধমেলা দৃষ্টি জুড়ে
কুসুমিত হয় আরো একটি সোনালি ভোর
বেঁচে থাকার তীব্র আকাঙ্খায়,জীবন জয়তু।
ভোরের উদিত সূর্যে আর সন্ধ্যার অস্তমিত তূর্যে
একই আলোর খেলায় দিগন্ত ছেয়ে যায়
কি বৈপরীত্যে এক আলোয় নতুন দিন
অন্য আলোয় গ্রহণের বিউগল গান
আলোর খেয়া বেয়ে আ্ঁধারের অবগাহন।
তবু তো মোহাচ্ছন্ন করেনা রবির কর
চন্দ্রিমা আলো কথা,কাব্য,গানে জীবন ভর
সবই প্রহেলিকা, মন তো হয়না কোথাও থিতু
মৃত্যু অমোঘ সত্য,তবু প্রতিনিয়ত
অনিশ্চিত জীবন আঁকড়ে বাঁচতে চাই ভীষণ
জীবন জয়তু,জীবন জয়তু।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Posted ৬:৪৩ অপরাহ্ণ | রবিবার, ২৯ আগস্ট ২০২১
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | |
১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ |
১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ |
৩১ |