মঙ্গলবার ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রেম অনল ।। সৈয়দা সালিহা ফেরদৌস

সৈয়দা সালিহা ফেরদৌস   |   মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট

প্রেম অনল ।। সৈয়দা সালিহা ফেরদৌস

সৈয়দা সালিহা ফেরদৌস

প্রেম অনল

সৈয়দা সালিহা ফেরদৌস


তুমি “ভালোবাসি” বললে
আর আমরা কিছু নির্বোধ নারী
চোখ বন্ধ করে বিশ্বাস করলাম।
তখনও আমাদের অনুভূতি সত্য আর মিথ্যায়
বিভাজিত হয়নি।
ভালো না বেসেও ভালোবাসি বলা যায়
এ জাতীয় সচেতন বোধে তখনও দীক্ষিত হইনি আমরা

আমারা জেনেছিলাম
হৃদয়ে টগবগিয়ে ফুটতে থাকা অনুভুতির
জ্বলন্ত লাভায় উৎসারিত শব্দ” ভালোবাসি❞
জেনেছিলাম
প্রেম আগুনের মত
চেপে রাখতে না পারার অক্ষমতায়
মানুষ বাধ্য হয়ে বলে ভালোবাসি❞


তাই সরল বিশ্বাসে আমরা কিছু নির্বোধ নারী
আমাদের অগ্নি পরিশুদ্ধ হৃদয় তোমাকে দিলাম
পুরো সত্যিটা জানার আগ পর্যন্ত
প্রেমের হোমশিখায় বিহবল ভালো লাগায় আমরা
পুড়তে থাকলাম।

পুরো সত্যিটা জানার পর
তোমার মায়ার জালে আটকে থেকে
আমরা পতঙ্গের মত পুড়তে থাকলাম।
আমরা জেনেছিলাম
পাপ কখনো গোপন থাকেনা।


একদিন আমরা সমবেত হয়ে
তোমার কাছে আমাদের রক্তাক্ত হৃদয় ফিরিয়ে চাইলাম।
হৃদয়ের নৃশংস খেলায় তুমি মুখোমুখি হলে
বিবেকের কাঠগড়ায়।

আমরা ঘৃণার বারুদ জ্বেলে ভস্ম করে দিলাম
তোমার পঙ্কিল হৃদয় আর আমাদের কলঙ্কিত শরীর।
আমরা জেনেছিলাম
প্রেম আগুনের মত
তাই আমরা একযোগে পুড়তে থাকলাম ভালোবেসে।

শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Facebook Comments Box

Posted ৭:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Blooming Child – Shamsun Nahar Zeba

(617 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com