
আমিনা খানম | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
আমিনা খানম
বিচিত্র ধরনী
আমিনা খানম
নীল গগনে চন্দ্র তারা
নিচে সাগর নদী,
দিবা রাত্রি একই ভাবে
বইছে নিরবধি।
কোথায়ও নাই একটুও ঠাঁই
বৈরী ভাবের চিত্র,
একই সুত্রে গাঁথা সবাই
আছে গভীর মিত্র।
নিজ নিজ ধর্মে কর্মে সবে
থাকে সদা ব্যাস্ত,
নিজের সত্তা বিলিন করে
সেবার কাজে ন্যাস্ত।
ধরার বুকে আছে কতো
অরন্য আর পাহাড়,
নানা রঙের পশু পাখী
দেখতে কি যে বাহার।
আকাশ জুড়ে মেঘের ভেলা
রোদ্রৌ বৃষ্টির খেলা,
রাতে আবার চন্দ্র তারায়
বসায় সুখের মেলা।
পাখ পাখালীর কুহু কূজন
বারটি মাস থাকে,
আঁকা বাঁকা বেয়ে চলা
নদীর বাঁকে বাঁকে।
সাগর বুকের জলরাশি
নাচে ঢেউয়ের তালে,
নানা রকম মাছের ঝিলিক
সাগর মাঝির জালে।
জলের নিচে মনি মুক্তা
আরো কতো খনি,
আরো কতো জলজন্তু
তুলে মধুর ধ্বনি।
এমন ধরায় জন্ম নিয়ে
আছি বড়ই সুখে,
মরেও এখন শান্তি পাবো
দুঃখ নাইরে বুকে।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Posted ৯:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
৩০ | ৩১ |