
আহমেদ ফাতেমা | মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১ | প্রিন্ট
আহমেদ ফাতেমা
মা অমূল্য রত্ন
আহমেদ ফাতেমা
মায়ের হৃদয় কোমল অতি
জানি আমরা সবাই ভাই।
এই ভুবনে মায়ের মত আপন কেহ নাই,
যেথায় যাবে নাহি পাবে মায়ের মত মন।
মা যে আমার এই পৃথিবীর সাত রাজার ধন
মায়ের তুলনা করো না কারো সাথে
তুমি মা উমূল্য রতন।
মায়ের ভালোবাসা হৃদয় জুড়ায় প্রাণ।
এই পৃথিবীতে মায়ের চেয়ে দামী কিছু আছে?
মা নেই ঘরে শূন্য হৃদয় কেঁদে ওঠে বারে-বারে
ঘরের প্রদীপ নিভে গেছে মা যে আজ নেই।
সাঁঝের বাতি দেওয়ার জন্য মা আর ডাকবে না,
মায়ের তুলনা মা মায়া মমতা ভরে দিয়েছে অন্তর্যামী।
সারা দিনের ক্লান্তির পর হৃদয় করে হাহাকার
মায়ের আঁচল ফেলে সুখের পরশ মিলে।
হৃদয় কাননে ফোটে ফুল মায়ের মুখের মুচকি হাসি দেখে,
সুখ দুঃখ সব কিছু ভুলে যাই মায়ের ছোঁয়া পেয়ে।
সে মায়েকে অবহেলা করে কতজন
মায়ের তুলনা করবে তুমি কার সাথে।
মা আমার জান্নাত মা আমার পৃথিবী,
মায়ের বুকে মাথা রেখে প্রশান্তি মিলে।
অবহেলা করো না শ্রদ্ধেয় মা জননী কে
এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে
হাজার খুঁজে ও পাবে না মায়ের আদর সোহাগ।
মায়ের দোয়ায় আল্লাহ্ রাব্বুল আলামীন
দিবে তোমায় জান্নাত।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Posted ৮:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
৩০ | ৩১ |