বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩

কোটচাঁদপুরে শ্রেষ্ঠ কাব শিক্ষক হলেন শাহানা আফরোজ ডলি

উপজেলা প্রতিনিধি   |   শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

কোটচাঁদপুরে শ্রেষ্ঠ কাব শিক্ষক হলেন শাহানা আফরোজ ডলি

শাহানা আফরোজ ডলি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কোটচাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা আফরোজ ডলি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন।

বিভিন্ন কাব প্রোগ্রাম বাস্তবায়ন এবং শিক্ষার ক্ষেত্রে কাব কার্যক্রম কে জোরদার রাখার জন্য উপজেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- -২০২৩ বাছাই কমিটি তাঁকে শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে নির্বাচিত করেন।তিনি ২০২৩ সালের ১৫ ই ফেব্রুয়ারী কোটচাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।


বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি এ বিদ্যালয়ে যোগদান এর পর থেকেই অত্যন্ত দক্ষতার সাথে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কাব কার্যক্রম কে জোরদার করে চলেছেন। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত কাবিং, সাংস্কৃতিক, সামাজিক এবং নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন।

শিক্ষক সুলভ আচরণের জন্য তার বিদ্যালয়ের সকল শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে প্রিয় ও একজন আর্দশ শিক্ষক হিসাবে স্থান করে নিয়েছেন। তিনি করোনাকালীন অনলাইনে পাঠদানেও ভূমিকা রাখেন এবং সারাদেশের ছাত্র/ছাত্রী ও শিক্ষকদের মাঝে আলোড়ন সৃষ্টি করেন।


এছাড়াও শিক্ষা মেলা,উন্নয়ন মেলা তথাপি প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যেকোন কর্মসূচিতে এই প্রধান শিক্ষক নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

এর আগেও তিনি ২০১১ সালে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক এবং ২০১৫ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক, ২০২২ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হন। সর্বোপরি তিনি বিদ্যালয়কে শিশু বান্ধব এবং সকলের স্বপ্নের বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সর্বদা কাজ করে যাচ্ছেন।


এ সাফল্যে নির্বাচন কমিটির সকল সদস্য, বিদ্যালয়ের সহকর্মীবৃন্দ, ছাত্র-অভিভাবকবৃন্দ, বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

……………………………….
লেখা পাঠান আমাদের নিকট : shiksharalo.news@gmail.com
লিখুন শিক্ষা বিষয়ক সংবাদ, ফিচার, কলাম, মতামত। পাঠিয়ে দিন উপরোক্ত পত্রিকার মেইলে। লেখার শেষে মোবাইল নম্বর ও ছবি পাঠাতে ভুলবেন না , ধন্যবাদ…………………………….
ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ : শিক্ষার আলো ডট কম 
ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল : Shikshar Alo 

Facebook Comments Box

Posted ৭:৩৭ অপরাহ্ণ | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com