![শিক্ষার আলো ডট কম](https://shiksharalo.com/wp-content/themes/s_a_faroque_up/images/main_logo.png)
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা আফরোজ ডলি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন।
Shahana Afroz Dolly, head teacher of Elangi Government Primary School of Kotchandpur Upazila, has been selected as the best head teacher (female) of the National Primary Education Medal-2022.
শিক্ষার মান নিশ্চিতকরণ এবং শিক্ষার ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- -২০২২; বাছাই কমিটি তাঁকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করেন।তিনি ২০১৮ সালের ৯ই সেপ্টেম্বর, এলাঙ্গী সপ্রাবি তে যোগদান করেন।
National Primary Education Medal 2022 at upazila level to ensure the quality of education and make a multifaceted contribution in the field of education; The selection committee selected him as the best head teacher. He joined Elangi Saprabi on 9th September 2018.
বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি এ বিদ্যালয়ে যোগদান এর পর থেকেই অত্যন্ত দক্ষতার সাথে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সুনাম অর্জন করেছেন। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত সাংস্কৃতিক, সামাজিক এবং নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন।
আরোও পড়ুন : শিক্ষকতায় প্রাপ্তি-অপ্রাপ্তির ২১ বছর শাহানা আফরোজ ডলির
এর আগেও তিনি ২০১১ সালে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক এবং ২০১৫ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে নির্বাচিত হন। সর্বোপরি তিনি বিদ্যালয়কে শিশু বান্ধব এবং সকলের স্বপ্নের বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সর্বদা কাজ করে যাচ্ছেন।
এ সাফল্যে নির্বাচন কমিটির সকল সদস্য, বিদ্যালয়ের সহকর্মীবৃন্দ, ছাত্র-অভিভাবকবৃন্দ, বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
Posted ৮:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো