
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩১ জুলাই ২০২৩ | প্রিন্ট
গুচ্ছভুক্ত (জিএসটি) ২২ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ধাপে প্রাথমিক ভর্তি মঙ্গলবার (১ আগস্ট) দুপুর ১২টা থেকে শুরু হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে এ ভর্তি চলবে আগামী ৪ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
সোমবার (৩১ জুলাই) গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় ধাপে মূল কাগজপত্র (এসএসসি ও এইচএসসির নম্বরপত্র) জমা দেওয়া যাবে ২ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন, সেখানে সশরীরে উপস্থিত থেকে মূল কাগজপত্র জমা দিতে পারবেন।
ভর্তি সংক্রান্ত সব ধরনের তথ্য পেতে শিক্ষার্থীদের গুচ্ছ ভর্তির ওয়েবসাইট ভিজিট করতে হবে।
এদিকে, প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও ভর্তিচ্ছুদের ভর্তি বাতিল বা ভর্তি প্রক্রিয়া থেকে ছিটকে যাওয়ার চারটি কারণ জানিয়েছে কর্তৃপক্ষ। সেগুলো হলো-
>> পছন্দক্রমে অন্তর্ভূক্ত যেকোনো বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হওয়ার পরও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ওই শিক্ষার্থী বিবেচিত হবেন না। এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবেন না।
>> প্রাথমিক ভর্তি ফি পাঁচ হাজার টাকা অনলাইনে পরিশোধের পরও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন না।
>> কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়েই ভর্তির সুযোগ থাকবে না।
>> প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় Migration Stop সম্পন্ন করলে, সেই বিভাগ ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না।
Posted ৫:০৯ অপরাহ্ণ | সোমবার, ৩১ জুলাই ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
৯ | ৩০ | ৩১ |