রবিবার ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে শ্রেষ্ট মেডিকেল অফিসার ডাঃ আহসান হাবীব

মনোরঞ্জন মোহন্ত   |   মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

ঘোড়াঘাটে শ্রেষ্ট মেডিকেল অফিসার ডাঃ আহসান হাবীব

ঘোড়াঘাটে শ্রেষ্ট মেডিকেল অফিসার ডাঃ আহসান হাবীব নির্বাচিত

দিনাজপুরের ঘোড়াঘাটে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের বার্ষিক কর্মদক্ষতা মূল্যায়ন ও পুরস্কার বিতারণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলা পরিষদ মাঠে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মদক্ষতা মূল্যায়নে বিভিন্ন ক্যাটাগরিতে ১২জন কে ক্রেস্ট ও ৪২ তম বিসিএস ডাক্তারদের এক বছর পূর্তি উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ক্যাটাগরিতে স্বাস্থ্য কর্মী শ্রেষ্ট মেডিকেল অফিসার হিসেবে নির্বাচিত হয়ে পুরস্কার পেয়েছেন ডাঃ আহসান হাবীব শাহ।তিনি ৪২ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন।এ ছাড়া শ্রেষ্ট নার্স ( সেবিকা) ফাতেমা আক্তার, শ্রেষ্ট কর্মচারী রফিকুল ইসলাম প্রধান, শ্রেষ্ট এসএসিএম ও -জয়ন্ত কুমার বর্মন, শ্রেষ্ট স্বাস্থ্য সহকারী লিপিরবেগম, শ্রেষ্ট সিএইচসিপি আতিকুর রহমান।


অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ রাবেয়া সাহিন আরা ও ডাঃ নুর-ই আজমির ঝিলিক এর সঞ্চালয়নে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাফে খন্দকার সাহানশা,উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার , ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির, ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক ,ডাঃ আসিব আহমেদ হাওলাদার,রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রার ( শিশু বিভাগ) ডাঃ মোঃ মিনহাজুল কবির ,ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়ঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ভূট্টু, সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাত হোসেন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ-২ ঘোড়াঘাট যোনাল অফিস এর ডিজি এম আব্দুল আলিম, এজিএম সাইদূর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক দিক ভিডিও,ছবি ও বিভিন্ন তথ্যের মাধ্যমে তুলে ধরেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মনির-উজ-জামান মুরাদ।
দিনাজপুর জেলার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী তাঁর বক্তৃতায় বলেন,কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন আপনার পেশা কি!আমি প্রথমে বলি আমি একজন স্বাস্থ্য কর্মী।কেননা মানুষের কাছে সেবা পৌছে দিতে হলে আপনাকে আগে স্বাস্থ্য কর্মী হতে হবে।সবসময় মনে রাখুন,পৃথিবীতে মানুষের সেবা করার সবচেয়ে ভালো পথ আপনি বেছে নিয়েছেন। তাই অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার দায়িত্বকে পেশা বা জীবিকা নয়, মিশন হিসেবে গ্রহণ করুন।দিন/রাতের হিসাব না করে চিকিৎসক হিসেবে রোগীর প্রয়োজনকে সর্বাত্মক ভাবে গুরুত্ব দিন।রোগীকে সাক্ষাৎ দেয়ার ক্ষেত্রে সময়ানুবর্তী হোন।


শেষে এক মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Facebook Comments Box


Posted ৬:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
অফিস

১১৯/২, চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com