বুধবার ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রেষ্ঠ কাব শিক্ষক দীপা মন্ডল

ছাত্র-শিক্ষকের একসঙ্গে কাব জয়

জেলা প্রতিনিধি   |   সোমবার, ০৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট

ছাত্র-শিক্ষকের একসঙ্গে কাব জয়

শিক্ষার্থী স্বাগত দাস ও শিক্ষক দীপা মন্ডল

মানিকগঞ্জ জেলার সদর উপজেলার পোড়রা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্কাউটার দীপা মন্ডল জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। স্কাউটিং আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৪ বাছাই কমিটি তাঁকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে নির্বাচিত করেন।

একইসাথে উক্ত বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী স্বাগত দাস প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ  ঢাকা বিভাগে শ্রেষ্ঠ কাব শিশু (২য় স্থান) নির্বাচিত হয়েছেন। একইসাথে একই বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকের এ শ্রেষ্ঠত্ব জয় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সুধীসমাজের মাঝে যেমন বাড়তি আনন্দ যুক্ত হয়েছে, তেমনি প্রশ্বংসায় ভাসছেন দীপা মন্ডল ও স্বাগত দাস। শিক্ষার্থী সঙ্গে শ্রেষ্ঠত্ব জয় জীবনের স্মরণীয় অধ্যায় ও কাজের অনুপ্রেরণার শক্তি হিসাবে উল্লেখ করেছেন কাবজয়ী এই নারী শিক্ষক।


সদা হাস্যজ্জ্বল ও সুমিষ্ট আচরণের জন্য তার বিদ্যালয়ের সকল শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে প্রিয় ও একজন আর্দশ শিক্ষক হিসাবে স্থান করে নিয়েছেন। তিনি করোনাকালীন অনলাইনে পাঠদান সহ জুম অ্যাপস এর মাধ্যমে প্যাক মিটিং পরিচালনায় ভূমিকা রাখেন এবং সারাদেশের ছাত্র/ছাত্রী ও শিক্ষকদের মাঝে আলোড়ন সৃষ্টি করেন।

এছাড়াও শিক্ষা মেলা,উন্নয়ন মেলা তথাপি প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যেকোন কর্মসূচিতে এই শিক্ষক নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।


বিদ্যালয়ের সকল কাজে তার আগ্রহ, উদ্দীপনা, দায়িত্ববোধ সবসময়ই মুগ্ধ করে। শিক্ষার্থীদের কাছে তিনি খুব জনপ্রিয়। যাচাই বাছাই কমিটিকে ধন্যবাদ জানাই সঠিক শিক্ষক নির্বাচনের জন্য।

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করে দীপা মন্ডল বলেন, “Scouting is my love”. এই ব্রতকে হৃদয়ে লালন,ধারণ ও পালন করে স্কাউটিং এ আমার পদার্পণ। স্কাউট প্রতিজ্ঞা, আইন ও মটো যথাযথভাবে পালনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থী তথা ছোট্ট সোনামণি কাব দের নিয়ে আমার পথচলা। এই স্কাউটিং এর শুরুটা আমার নিজের ঘর থেকে। ছেলের শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্তিতে কাজ করতে গিয়ে স্কাউটিং এর প্রতি আগ্রহের সূচনা। তারপর থেকেই স্কাউটিং কে ভালোবেসে স্কাউট আন্দোলন সম্প্রসারণে কাজ করে যাচ্ছি অত্যন্ত নিষ্ঠার সাথে। একজন স্কাউটার হিসেবে প্রতিটি কাব স্কাউট কে হাতে-কলমে প্রশিক্ষন দিয়ে কাব প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে ধীরে ধীরে স্বপ্নপূরণের দিকে এগিয়ে নেওয়াই আমার একমাত্র প্রচেষ্টা ও লক্ষ্য।


প্রতিবছর বিদ্যালয়ের কাব ইউনিট থেকে জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে বিদ্যালয়ে সুনাম অক্ষুন্ন রাখতে আমি ও আমার কাবেরা সদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

ইউনিট লিডার দীপা মন্ডলের কাব ইউনিটের কার্যক্রমে আকৃষ্ট হয়ে অন্য বিদ্যালয়ে পড়াশোনা করে বিদ্যালয়ের কাব ইউনিটে ভর্তি হয়ে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে থাকে প্রায় প্রতি বছর। জনাব আবদুল লতিফ, সাবেক জেলা প্রশাসক, মানিকগঞ্জ মহোদয়ের কন্যা, জনাব তাপস কুমার অধিকারী, সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিকগঞ্জ মহোদয়ের পুত্র, জনাব জোহরা খাতুন, সাবেক ইউআর সি ইন্সট্রাক্টর, সিংগাইর মহোদয়ের কন্যা বিদ্যালয়ের কাব দল থেকে জাতীয় পর্যায়ে শাপলা কাব এওয়ার্ড অর্জন করে ২০২১ সালে। ২০২৪ সালেও এমন কাব স্কাউট রয়েছে কাব ইউনিটে।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ বিদ্যালয়ের ইউনিট থেকে, স্বাগত দাস শ্রেষ্ঠ কাব শিশু প্রতিযোগিতায় ঢাকা বিভাগে ২য় স্থান অর্জন করে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২১, ইউনিট থেকে বিভাগীয় পর্যায়ে চিত্রাংকনে প্রথম স্থান অর্জন করে ঢাকা বিভাগে শ্রেয়ান ঘোষ। পাশাপাশি বিভাগীয় পর্যায়ে বিভিন্ন সময় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতায় কুইজ ও সংগীতে প্রথম ও ২য় স্থান অর্জন করে আসছে । পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক ক্রীড়া মানবিক ও নৈতিক শিক্ষার প্রতি সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চল কতৃক আয়োজিত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় ইউনিটের কাবেরা সংগীত,আযান ও কবিতা আবৃতিতে মেধা তালিকায়, থেকে সাফল্যের ধারা অব্যাহত রেখে চলেছে। এছাড়াও তিনি চতুর্থ আঞ্চলিক কাব ক্যাম্পুরী ও নবম জাতীয় কাব ক্যাম্পুরীতে ইউনিট লিডার হিসেবে অংশগ্রহণ করেন। সাউথ কোরিয়াতে অনুষ্ঠিত ২৫ তম বিশ্ব স্কাউট জাম্বুরি ২০২৩ ( ১- ১২ আগষ্ট, ২০২৩) ইউনিট লিডার হিসেবে ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজের নয়জন স্কাউট কে নিয়ে অংশগ্রহণ করেন। ৩২ তম APR ও ১১ তম জাতীয় স্কাউট জাম্বুরী ( ১৯-২৭ জানু. ২০২৩) তে IST হিসেবে যথাযথভাবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও ২০২০ সাল থেকে সফলতার সাথেন জোটা জোটি জেলা কো অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। উপজেলা নির্বাহী কমিটিতে উপজেলা কাব লিডার হিসেবে তিন বছর দায়িত্বে পালন করার পর বাংলাদেশ স্কাউটস মানিকগঞ্জ জেলা কমিটিতে সহকারী জেলা কমিশনার পদে বর্তমানে দায়িত্ব পালন করে যাচ্ছেন অত্যন্ত দক্ষতার সাথে।

এছাড়াও তিনি জেলা পি আর এম কমিটির কমিটির সদস্য সচিব, অনলাইন সার্ভিস পোর্টাল মেম্বারশিপ রেজিস্ট্রেশন সিস্টেমের এডমিন ও বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের টাস্ক ফোর্স কমিটির সদস্য (কাব শাখা) ২০২১ -২২ অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। কাব শাখায় উডব্যাজ অর্জনের পাশাপাশি তিনি স্কাউট শাখায়ও বেসিক কোর্স সম্পন্ন করেন। ২০১৯-২০ অর্থবছরে কাবিং কার্যক্রমে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের মধ্যে পোড়রা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব দল শ্রেষ্ঠত্ব অর্জন করে এবং ১০,০০০/ টাকার পুরস্কার গ্রহন করে। ২০২০ সালে নিয়মিত প্যাকমিটিং বাস্তবায়নকারী ইউনিট লিডার হিসেবে পুরস্কার প্রাপ্ত হন দীপা মন্ডল বাংলাদেশ ঢাকা অঞ্চল থেকে। ২০২০ -২১ ও ২০২১ -২২ অর্থবছরে পোড়রা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব দল থেকে তিনজন করে মেয়ে কাব শিশু শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করায় তিনি গার্ল-ইন- স্কাউটিং বিভাগ কর্তৃক আয়োজিত মহিলা কাব লিডার হিসেবে স্বীকৃতি এবং পুরস্কার হিসেবে নগদ ২৫০০ টাকা করে দু বার নগদ অর্থ প্রাপ্ত হন। করোনা মহামারীতে অনলাইন কাবিং কার্যক্রমে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিস অফিস কর্তৃক সম্মাননা স্মারক প্রাপ্তি, ২০২১। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবেও নির্বাচিত হন স্কাউটার দীপা মন্ডল।

কাবিং কর্মকান্ডের পাশাপাশি তিনি বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক হিসেবে বিদ্যালয়ের শৃঙ্খলা শ্রেণীপাঠদান ও অন্যান্য কার্যক্রমের সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন তিনি বৃটিশ কাউন্সিল কর্তৃক আয়োজিত TMTE ( Training of Master Trainer in English) প্রশিক্ষণ গ্রহণ করেন ও ইংরেজি বিষয়ের প্রশিক্ষক হিসেবে দায়িত্বে পালন করে যাচ্ছেন। এছাড়াও তিনি চার কারু বিষয়ের প্রশিক্ষক হিসেবে বহু বছর কাজ করেছেন। পোড়রা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা পদক, ২০২৩ জাতীয় পর্যায়ে কুইজ (ইংরেজি) বিষয়ে মাহিন ইসলাম প্রথম স্থান অর্জন করে এবং পাশাপাশি কুইজ (গণিত) বিষয়ে দ্বিতীয় স্থান অর্জন করে।

তিনি আরও বলেন, গ্রীক দার্শনিক সক্রেটিস এর সেই বিখ্যাত উক্তি, ” I know that I know nothing ” আমার জীবনের প্রিয় উক্তি। প্রিয় শখ দেশ ভ্রমণ করে প্রকৃতির সাথে মিশে যাওয়া, রান্না করা, গান শোনা, ও রং তুলি নিয়ে কাজ করা।

স্কাউটার দীপা মন্ডল তার এই অর্জনে প্রথমেই নির্বাচন কমিটির সম্মানিত সকল সদস্য, বাংলাদেশ স্কাউটস, বাংলাদেশ স্কাউটস মানিকগঞ্জ জেলা, বাংলাদেশ স্কাউটস সদর উপজেলা কমিটি, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্কাউটার জিয়াউদ্দিন আহাম্মদ, এল টি স্যার সাবেক সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিকগঞ্জ মহোদয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কাউটার পারভীন আক্তার, সি এ এল টি মহোদয়, সুপ্রিয় সহকর্মীবৃন্দ, ম্যানেজিং কমিটি, অভিভাবকবৃন্দ, আমার পরিবার, শুভাকাঙ্ক্ষী , বন্ধু বান্ধব সকলের প্রতি অশেষ শ্রদ্ধা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । সবশেষে ইউনিটের ছোট্ট সোনামনি কাবদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা জানিয়ে বলেন, সোনামনি কাবদের জন্য আজকের আমি ও আমার এই অর্জন।

সবশেষে তিনি বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন স্কাউটিংকে ভালোবেসে, সুস্থ ও সক্রিয় ভাবে কাব সোনা মনিদের সাথে কাজ করে স্পর্শ করতে পারি আগামীর স্বপ্নগুলোকে।

Facebook Comments Box

Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ নভেম্বর ২০২৪

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com