নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
ঝিনাইদহ জেলাধীন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা আফরোজ ডলি এটুআই পরিচালিত শিক্ষক বাতায়ন কর্তৃক ICT4E জেলা অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন ।
শাহানা আফরোজ ডলি, প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।তিনি ২১ বছর আগে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৮/০৫/২০০০ ইং তাং শিক্ষকতা পেশায় যোগদান করেন।এই দীর্ঘ কর্মজীবনে প্রাথমিক শিক্ষার জন্য নিবেদিতপ্রাণ হয়ে সাধ্যের শতভাগ দিয়ে কাজ করতে চেষ্টা করেছেন।তিনি বলেন, জানিনা কতটুকু দিতে পেরেছি দেশকে? কিন্তু পেয়েছি অনেক। ছোট ছোট শিক্ষার্থীদের নিস্পাপ ভালোবাসা,অভিভাবকদের শ্রদ্ধা,সহকর্মীদের ভালোবাসা এবং সহযোগিতা,কর্মকর্তাদের স্নেহধন্য হয়ে পেয়েছি দিকনির্দেশনামূলক পরামর্শ এবং প্রেরণা।
শিক্ষক বাতায়ন কর্তৃক ICT4E জেলা অ্যাম্বাসেডর নিযুক্ত হওয়ার পর শিক্ষার আলো ডট কমের সাথে একান্ত আলাপকালে শাহানা আফরোজ ডলি বলেন,শিক্ষকতা পেশায় এক বড় প্রাপ্তি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের a2i কর্তৃক জেলা অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছি।কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই a2i সংযুক্ত কর্মকর্তা জনাব মোঃ ইমরান অভি স্যার,মোঃকবির হোসেন স্যার,মির্জা মোঃদিদারুল আনাম স্যার,মোঃরাকিব রোকন স্যার, অভিজিত স্যারসহ সংশ্লিষ্ট সকলকে।কৃতজ্ঞতা প্রকাশ করছি বাতায়নের সকল এডমিন ও প্যাডাগজি স্যারদের প্রতি।
তার মতে,a2i কর্তৃক জেলা অ্যাম্বাসেডর একটি সম্মান সূচক পদক।শিক্ষকতা জীবনে একটি সম্মানজনক অর্জন। স্বীকৃতি পেতে কার না ভালো লাগে? প্রত্যেক স্বীকৃতিই কাজের গতিকে বৃদ্ধি করে,সহযোগিতার মনোভাব বাড়িয়ে দেয়।আমার এই ক্ষুদ্র অর্জন ও স্বীকৃতি পেতে বিভিন্ন সময় উৎসাহ ও সহায়তা প্রদান করার জন্য কৃতজ্ঞতা জানাই সাইদুর রহমান টুটুল, দিব্যেন্দু কুমার পাল, উজ্জ্বল মজুমদার (ICT4E Distric Ambassador) স্যারকে।আরও কৃতঙ্গতা জানাই সম্মানিত উপজেলা শিক্ষা অফিসার মহোদয় জনাব অসিতবরণ পাল স্যার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় জনাব কোমল কুমার ভট্টাচার্য্য স্যার, জনাব বলরাম সাহা স্যার, জনাব মাজেদুর রহমান স্যারের প্রতি।
বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি সম্মানিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় জনাব মোঃ জাহাঙ্গীর আলম স্যার এবং সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় জনাব লক্ষণ কুমার দাস স্যারের প্রতি। এ ছাড়া যারা নানা ভাবে আমাকে সহযোগিতা করেছেন সকলের প্রতি আমি কৃতঙ্গতা প্রকাশ করছি।
পারস্পারিক সহযোগিতার মাধ্যমে আইসিটি কে অন্তরে লালন করে উপজেলা, জেলা তথা দেশের উন্নয়নকল্পে প্রাথমিক শিক্ষক ও শিক্ষায় গুনগত মানোন্নয়নে কাজ করে যেতে চাই।দোয়া চাই সকলের কাছে।
শাহানা আফরোজ ডলি বলেন, করোনাকালে অনলাইন পাঠদানে উদ্বুদ্ধ হয়েছি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব বলরাম সাহা স্যারের আন্তরিকতায়। অনলাইন কার্যক্রমে পেয়েছি দেশের আলোকিত কর্মকর্তা, সহযোদ্ধা ভাইবোনদের, নিজ বিদ্যালয়সহ বিভিন্ন প্রান্তের অভিভাবক এবং শিক্ষার্থীদের যাদের সহযোগিতা,সাহচর্য এবং প্রেরণা আমাকে পথ চলতে প্রেরণা দান করেছে।
তিনি বলেন,অনেক তিক্ত ও মধুর অভিঙ্গতার মধ্য দিয়ে অনলাইন ক্লাস নিয়েছি। আমাদের বিভিন্ন প্রশিক্ষণে বলা হয় যতটুকু সম্ভব শ্রেণিকক্ষে পাঠদানের পূর্বে আনন্দময় পরিবেশ সূষ্টি করতে হবে। তা নাচ,গান, অভিনয়,কৌতুকযে কোন মাধ্যমে হতে পারে। আমিও সে অনুযায়ী চেষ্টা করেছি। এসব কারো কাছে রং ঢং হতে পারে। তবে এটা সত্য যে শিশুরা আনন্দময় পরিবেশে শিখতেই বেশি পছন্দ করে।এভাবেই আপনাদের সকলের ভালোবাসা আর প্রেরণা চাই আমৃত্যু। সকলে আমার জন্য দোয়া করবেন বাকি দিনগুলো যেন ধৈর্য্য এবং মনোযোগের সাথে নিবেদিতপ্রাণ হয়ে মাননীয় প্রধানমন্ত্রীই মহোদয়ের ডিজিটাল বাংলাদেশ গঠনে এবং প্রাথমিক শিক্ষার জন্য কাজ করে যেতে পারি। প্রাথমিক শিক্ষা পরিবারের জয় হোক।
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Posted ৯:৩৪ অপরাহ্ণ | রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো