
ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
প্রধান শিক্ষক আয়েশা খাতুন
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার পশ্চিম মাড়াদেওরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা খাতুন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন।
শিক্ষার মান নিশ্চিতকরণ এবং শিক্ষার ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ ; বাছাই কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত করেন।
এর পূর্বেও তিনি ২০১৪, ২০১৬, ২০১৯ ও ২০২২ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক। এবার নিয়ে একটানা তৃতীয়বার এবং মোট পঞ্চমবারের মতো নির্বাচিত হলেন। এছাড়া তিনি ২০০৮, ২০১৩ ও ২০২২ সালে ইংরেজি বিষয়ের বিষয়ভিত্তিক ট্রেইনার হিসেবে নির্বাচিত হয়ে অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছেন। ২০২০ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত এবং ব্রিটিশ কাউন্সিল পরিচালিত অনলাইনে ইংরেজি বিষয়ের মাস্টার ট্রেইনার বাছাই করার জন্য সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত ৮০ জনের মধ্যে তিনি একজন এ প্রশিক্ষণ সফলতার সাথে সম্পন্ন করেন। এছাড়া DPE কর্তৃক আয়োজিত British Council পরিচালিত ইংরেজি বিষয়ের মাস্টার ট্রেইনার বাছাইয়ের জন্য ৯৮ দিনের TMTE প্রশিক্ষণটি সফলতার সাথে শেষ করেন এবং Aptis Test এ সর্বোচ্চ Grade ‘C’ অর্জন করেন।
তিনি বিদ্যালয়কে শিশু বান্ধব ও সকলের স্বপ্নের বিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন। যার প্রেক্ষিতে তিনি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ আকর্ষণীয়ভাবে সজ্জিতকরণ,বুক কর্ণার, বাগান, মুক্তিযুদ্ধ কর্ণার, বঙ্গবন্ধু কর্ণার, শেখ রাসেল কর্ণার, সততা স্টোর, মানবতার দেয়াল, নির্দিষ্ট দিবসে দেয়াল পত্রিকা প্রকাশ ও শহীদ মিনার স্থাপন করেছেন। তিনি অত্যন্ত দক্ষতার সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন এবং সুনাম অর্জন করছেন। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত সাংস্কৃতিক, সামাজিক ও নৈতিক শিক্ষার প্রতিও গুরুত্বারোপ করেন।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করে আয়েশা খাতুন বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচনের এ অর্জন শুধু আমার একার নয়। এ অর্জন আমার বিদ্যালয়ের সকলের।
তিনি আরো বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে অনেক ভালো লাগছে। যেকোনো প্রাপ্তি কর্ম স্পৃহাকে আরও দ্বিগুণ করে দেয়। আমি সবসময়ই চেয়েছি শিক্ষার্থী ও শিক্ষদের জন্য কাজ করতে, শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে সবসময় ইতিবাচক ছিলাম এবং থাকবো।
শ্রেষ্ঠ এই শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা বিএসসি (অনার্স), এমএসসি ( উদ্ভিদ বিদ্যা), প্রথম বিভাগ। ছোটবেলা থেকেই কবিতা আবৃত্তি, গান, অভিনয়, বক্তৃতা, রচনা প্রতিযোগিতা ইত্যাদি বিষয়ে পারদর্শী এবং শিশু সপ্তাহ ও শিক্ষা সপ্তাহে জাতীয় পর্যায় পর্যন্ত অংশগ্রহণ করেছেন। এছাড়া তিনি নিয়মিত প্রবন্ধ, ছড়া, কবিতা ও গল্প লেখালেখির পাশাপাশি একজন দক্ষ উপস্থাপক হিসাবে সুনাম কুড়িয়েছেন। তার লেখা বিভিন্ন দৈনিক পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়। এছাড়া তিনি জেলা ও বিভাগীয় সাহিত্য মেলার তালিকাভুক্ত লেখক হিসেবে ২০২৩ সালে অংশগ্রহণ করেন।
তার শিক্ষকসুলভ আচরণের জন্য তার বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে একজন আদর্শ শিক্ষক হিসেবে স্থান করে নিয়েছেন। তিনি করোনাকালীন অনলাইনে পাঠদান কতে সারাদেশের শিক্ষার্থীদের মন জয় করেছেন।
এছাড়া উপজেলা ও জেলা পর্যায়ে শিক্ষা মেলা, ডিজিটাল মেলা, শিক্ষা সপ্তাহ ও উপকরণ মেলা তথাপি প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যেকোনো দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে থাকেন।
তিনি একজন আইসিটি আইকন, অনলাইন জগতে সুপরিচিত, বিনয়ী, মেধাবী, দক্ষ, পরোপকারী, কর্মঠ, সদালাপী, কাজের প্রতি খুবই আন্তরিক, ইনোভেটিভ ও অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে শুধু নিজ উপজেলায় নয় সারা বাংলাদেশে পরিচিত।
পশ্চিম মাড়াদেওরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, তিনি আমাদের বিদ্যালয়ের গর্ব। বিদ্যালয়ের সকল কাজে তার আগ্রহ, উদ্দীপনা ও দায়িত্ববোধ আমাদের মুগ্ধ করে। শিক্ষার্থীদের কাছে তিনি খুব জনপ্রিয়। বাছাই কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সঠিক ব্যক্তিকে নির্বাচন করার জন্য।
এ সাফল্যে নির্বাচন কমিটির সকল সদস্য, বিদ্যালয়ের সহকর্মীবৃন্দ, ছাত্র-অভিভাবকবৃন্দ, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও সর্বোপরি পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন আয়েশা খাতুন।
……………………………….
লেখা পাঠান আমাদের নিকট : shiksharalo.news@gmail.com
লিখুন শিক্ষা বিষয়ক সংবাদ, ফিচার, কলাম, মতামত। পাঠিয়ে দিন উপরোক্ত পত্রিকার মেইলে। লেখার শেষে মোবাইল নম্বর ও ছবি পাঠাতে ভুলবেন না , ধন্যবাদ…………………………….
ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ : শিক্ষার আলো ডট কম
ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল : Shikshar Alo
Posted ৫:৩৩ অপরাহ্ণ | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | |
১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ |
১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ |
৩১ |