
জেলা প্রতিনিধি | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
মো. নূরুল আবছার
ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আবছার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন। শিক্ষার মান নিশ্চিতকরণ এবং শিক্ষার ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩; বাছাই কমিটি তাঁকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করেন।
তার পিতা হাজি মো. রুহুল আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং মাতা নুর জাহান বেগম। দুই ভাই এক বোনের মধ্যে তিনি অগ্রজ। তার স্ত্রী সুফিয়া আক্তারও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ২০২০ সালের ২৪শে আগস্ট মো. নূরুল আবছার প্রধান শিক্ষক হিসেবে এ বিদ্যালয়ে যোগদান করেন। শুরু থেকেই তিনি বিদ্যালয়কে শিশু বান্ধব ও সকলের স্বপ্নের বিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। যার প্রেক্ষিতে তিনি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ আকর্ষণীয়ভাবে সজ্জিতকরণ, বুক কর্নার, বাগান, মুক্তিযুদ্ধ কর্নার, বঙ্গবন্ধু কর্নার, শেখ রাসেল কর্নার, কাব, সততা স্টোর, মানবতার দেওয়াল, পানীয় জলের ব্যবস্থা,বৃক্ষ রোপণ, ক্ষুদে ডাক্তার কার্যক্রম, মিড-ডে মিল চালুকরণ, বিভিন্ন দিবসে র্যালি, জানতে চাই কর্নার এবং নির্দিষ্ট দিবসে দেওয়াল পত্রিকা প্রকাশ করেছেন। তিনি অত্যন্ত দক্ষতার সাথে সহকারী শিক্ষকদের সাথে নিয়ে স্কুলকে সকলের কাছে বিশেষ করে শিশু উপযোগী করে গড়ে তুলতে দায়িত্ব পালন করছেন এবং সকলের সুনাম অর্জন করছেন। শিক্ষার্থীদের
লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক, সামাজিক ও নৈতিক শিক্ষার প্রতিও গুরুত্বারোপ করেন। সর্বোপরি তিনি বিদ্যালয়কে শিশু বান্ধব এবং সকলের স্বপ্নের বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সর্বদা কাজ করে যাচ্ছেন।
শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করে মো. নূরুল আবছার বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার এ অর্জন আমার একার নয়। পূর্ব ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার সবার। বিশেষ করে আমার এ অর্জনকে আমি আমার ছোট্ট সোনামণিদের উৎসর্গ করছি।
তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় অনেক ভালো লাগছে। আমি সব সময়ই চেয়েছি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য কাজ করতে, শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধিতে আমি সব সময়ই ইতিবাচক ছিলাম এবং থাকবো।
শ্রেষ্ঠ এ শিক্ষক মো. নূরুল আবছার ছোটবেলা থেকেই সামসময়িক গল্প, ছড়া, কবিতা, প্রবন্ধ লেখালিখির পাশাপাশি একজন ভালো ফুটবল খেলোয়াড় হিসেবে সুনাম অর্জন করাসহ শিক্ষক সুলভ আচরণের জন্য তার বিদ্যালয়ের সকল শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে প্রিয় ও একজন আদর্শ শিক্ষক হিসেবে স্থান করে নিয়েছেন। ইতোমধ্যে তার রচিত প্রবন্ধগ্রন্থ ‘ আমি সংখ্যালঘু বলছি’ এবং কাব্যগ্রন্থ ‘তুমি
শেখ মুজিবুর রহমান’ বই আকারে প্রকাশিত হয়েছে। তার প্রকাশিতব্য গ্রন্থগুলো হলো: গল্পগ্রন্থ- ‘অল্প.কম গল্প’, কাব্যগ্রন্থ- ‘অ-কবির কবিতা’ এবং প্রবন্ধগ্রন্থ- ‘সহিহ মুজিবনামা’। তিনি দেশের পত্র-পত্রিকা ও সাময়িকীতেও লেখালেখি করেন।
তার বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, তিনি আমাদের বিদ্যালয়ের গর্ব।বিদ্যালয়ের সকল কাজে তার আগ্রহ, উদ্দীপনা, দায়িত্ববোধ আমাদেরকে মুগ্ধ করে। শিক্ষার্থীদের কাছে তিনি খুব জনপ্রিয়। যাচাই বাছাই কমিটিকে ধন্যবাদ জানাই সঠিক শিক্ষক নির্বাচনের জন্য। এ সাফল্যে তিনি নির্বাচন কমিটির সকল সদস্য, বিদ্যালয়ের সহকর্মীবৃন্দ, ছাত্র-অভিভাবকবৃন্দ, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন । বিশেষ করে ফেনী সদর ইউইও জনাব নাজমা বেগম, এইউইও জনাব আবদুল মোতালেব স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Posted ৩:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | |
১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ |
১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ |
৩১ |