বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল সদরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রাবেয়া কান্তা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

বরিশাল সদরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রাবেয়া কান্তা

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর জন্য বরিশাল সদর উপজেলায় সহকারী শিক্ষক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনিত হয়েছেন রাবেয়া কান্তা। বরিশাল সিটির ১৪৮ নং মকবুল হোসাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অধিকতর যোগ্য দক্ষ ও মেধাবীদের মধ্যে যিনি শিখন কার্যক্রমের অগ্রগতির পাশাপাশি সামাজিক যোগাযোগ, মননশীলতা ও সৃজনশীতা ও ব্যক্তি চরিত্রে শ্রেষ্ঠত্বের অধিকারী তাকে উপজেলা পর্যায়ে এ পদক দেয়া হয়।

Rabeya Kanta has been nominated as the best teacher in the assistant teacher category in Barisal Sadar Upazila for National  Primary Education Medal-2022. Barisal City No. 148 Maqbul Hossain is working in Government Primary School. This medal is awarded at the upazila level to the most qualified and talented among primary school teachers who possess excellence in social communication, thoughtfulness and creativity and individual character in addition to progress in learning activities.


রাবেয়া কান্তার জন্ম ১৯৮৪ সালের ১০ ডিসেম্বর। তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে জেবেননূর সুলতান উচ্চ বিদ্যালয় থেকে ২০০০ সালে বিজ্ঞান গ্রুপে প্রথম বিভাগে এসএসসি পাশ করেন। পরবর্তীতে বরিশাল মহিলা কলেজ থেকে এইচ এস সি এবং বরিশাল বজ্রমোহন কলেজ থেকে স্নাতক ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন । তিনি শিক্ষার আলো ডট কমের একজন উপস্থাপক । তিনি শিক্ষকতার পাশাপাশি কবিতা ও ছোট গল্প লেখেন । বিভিন্ন দৈনিক পত্রিকা ও লিটল ম্যাগাজিনে তার লেখা ছাপা হচ্ছে নিয়মিত। এখন পর্যন্ত সুবর্ণ বিজয় কাব্য (যৌথ) , বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা সমগ্র ‘ কোথায় নেই তুমি ‘ ( কবিতা সংকলন) এই দুটি গ্রন্থে তার লেখা গ্রন্থিত হয়েছে। ব্যাপক প্রশংসিত হয়েছে গ্রন্থ দুটি । ব্যক্তি জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জননী ।

এ সাফল্যে নির্বাচন কমিটির সকল সদস্য, বিদ্যালয়ের সহকর্মীবৃন্দ, ছাত্র-অভিভাবকবৃন্দ, বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।


Facebook Comments Box


Posted ৬:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com