বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে এ বছর থাকছে ‘দ্বিতীয়বার’ ভর্তি পরীক্ষার সুযোগ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ | প্রিন্ট

রাবিতে এ বছর থাকছে ‘দ্বিতীয়বার’ ভর্তি পরীক্ষার সুযোগ

করোনার সময় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুধু ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘দ্বিতীয়বার’ ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছে ভর্তিচ্ছুরা। শুধু চলতি বছরের জন্য এ সুযোগ রাখা হচ্ছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপকমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।


এর আগে একই দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স কক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৪ জুলাই ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে ২৭ জুলাই পর্যন্ত।

ছাত্র উপদেষ্টা মো. তারেক নূর জানান, করোনাকালে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে শুধু এই বছরের (২০২১-২২ শিক্ষাবর্ষ) জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখা হয়েছে। এতে চার শিফটে তিন ইউনিটের সর্বোচ্চ ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষা দিতে পারবে।


তিনি আরও বলেন, আগামী ২৪ জুলাই ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলবে ২৭ জুলাই পর্যন্ত। এ জন্য ২৫ মে থেকে ৯ জুন পর্যন্ত প্রাথমিক আবেদন গ্রহণ করা হবে। পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত আবেদন করতে হবে ১৫ জুন থেকে ২৮ জুনের মধ্যে। তথ্যসূত্রঃ আজকালের খবর

Facebook Comments Box


Posted ৬:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com