
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ | প্রিন্ট
করোনার সময় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুধু ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘দ্বিতীয়বার’ ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছে ভর্তিচ্ছুরা। শুধু চলতি বছরের জন্য এ সুযোগ রাখা হচ্ছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপকমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে একই দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স কক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৪ জুলাই ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে ২৭ জুলাই পর্যন্ত।
ছাত্র উপদেষ্টা মো. তারেক নূর জানান, করোনাকালে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে শুধু এই বছরের (২০২১-২২ শিক্ষাবর্ষ) জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখা হয়েছে। এতে চার শিফটে তিন ইউনিটের সর্বোচ্চ ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষা দিতে পারবে।
তিনি আরও বলেন, আগামী ২৪ জুলাই ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলবে ২৭ জুলাই পর্যন্ত। এ জন্য ২৫ মে থেকে ৯ জুন পর্যন্ত প্রাথমিক আবেদন গ্রহণ করা হবে। পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত আবেদন করতে হবে ১৫ জুন থেকে ২৮ জুনের মধ্যে। তথ্যসূত্রঃ আজকালের খবর
Posted ৬:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
৯ | ৩০ | ৩১ |