বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩

শালিখা উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক দেবাশীষ বিশ্বাস

জেলা প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

শালিখা উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক দেবাশীষ বিশ্বাস

দেবাশীষ বিশ্বাস

মাগুরা জেলার শালিখা উপজেলার ৩০ নং শতখালী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশীষ বিশ্বাস জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন।

শিক্ষার মান নিশ্চিতকরণ এবং শিক্ষার ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩; বাছাই কমিটি তাঁকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত করেন।


তিনি ২০২২ এ মাগুরা জেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

২০০৯ সালের ৩০ এপ্রিল দেবাশীষ বিশ্বাস সহকারী শিক্ষক হিসাবে অত্র বিদ্যালয়ে কর্মজীবন শুরু করে। শুরু থেকেই তিনি বিদ্যালয়কে শিশু বান্ধব ও সকলের স্বপ্নের বিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন। যার প্রেক্ষিতে তিনি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ আকর্ষণীয়ভাবে সজ্জিতকরণ,বুক কর্ণার, বাগান, মুক্তিযুদ্ধ কর্ণার, বঙ্গবন্ধু কর্ণার, শেখ রাসেল কর্ণার, সততা স্টোর, মানবতার দেয়াল,জানতে চাই কর্ণার, নির্দিষ্ট দিবসে দেয়াল পত্রিকা প্রকাশ করেছেন। তিনি অত্যন্ত দক্ষতার সাথে প্রধান শিক্ষকের সহযোগিতায় স্কুলকে সকলের কাছে বিশেষ করে শিশু উপযোগী করে গড়ে তুলতে দায়িত্ব পালন করছেন এবং সকলের সুনাম অর্জন করছেন। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত সাংস্কৃতিক, সামাজিক ও নৈতিক শিক্ষার প্রতিও গুরুত্বারোপ করেন।নিজ প্রতিষ্ঠানসহ প্রাথমিক সেক্টরের সকল সহকর্মীর কাছেও জনপ্রিয় এই শিক্ষক।


সর্বোপরি তিনি বিদ্যালয়কে শিশু বান্ধব এবং সকলের স্বপ্নের বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সর্বদা কাজ করে যাচ্ছেন। তিনি করোনাকালীন অনলাইনে শতাদিক ক্লাস পরিচালনা করে নিজ প্রতিষ্ঠান ও জেলার শিক্ষার্থীদের পাশাপাশি, সারাদেশের শিক্ষার্থীদের মন জয় করেছেন। এছাড়া তিনি শিক্ষক বাতায়নের সপ্তাহের সেরা কন্টেন নির্মাতা, মাগুরা জেলা আইসিটি এ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত আছেন।

শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করে দেবাশীষ বিশ্বাস বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার এ অর্জন আমার একার নয়। এ অর্জন ৩০ নং শতখালী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সকলের। বিশেষকরে আমার এ অর্জন কে আমি আমার ছোট্র সোনামণিদের উৎসর্গ করছি।


তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় অনেক ভালো লাগছে। আমি সব সময়ই চেয়েছি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য কাজ করতে, শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধিতে আমি সব সময়ই ইতিবাচক ছিলাম এবং থাকবো। শ্রেষ্ঠ এই শিক্ষক দেবাশীষ বিশ্বাস ছোটবেলা থেকেই সমসাময়িক গল্প, ছড়া, কবিতা লেখালিখির পাশাপাশি একজন ভাল কোতুক অভিনেতা হিসাবে সুনাম অর্জন করাসহ শিক্ষক সুলভ আচরণের জন্য তার বিদ্যালয়ের সকল শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে প্রিয় ও একজন আর্দশ শিক্ষক হিসাবে স্থান করে নিয়েছেন। তিনি করোনাকালীন অনলাইনে পাঠদানেও ভূমিকা রাখেন এবং সারাদেশের ছাত্র/ছাত্রী ও শিক্ষকদের মাঝে আলোড়ন সৃষ্টি করেন।শিক্ষার আলো ডট কম থেকে করোনাযোদ্ধা শিক্ষক সম্মাননা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের নিকট থেকে বিশেষ সম্মাননা পুরষ্কার পেয়েছেন গুণী এই শিক্ষক।

এছাড়াও শিক্ষা মেলা,উন্নয়ন মেলা তথাপি প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যেকোন কর্মসূচিতে এই সহকারী শিক্ষক বিশেষ অবদান রেখেছেন।৩০ নং শতখালী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, তিনি আমাদের বিদ্যালয়ের গর্ব। বিদ্যালয়ের সকল কাজে তার আগ্রহ, উদ্দীপনা, দায়িত্ববোধ আমাদেরকে মুগ্ধ করে। শিক্ষার্থীদের কাছে তিনি খুব জনপ্রিয়। যাচাই বাছাই কমিটিকে ধন্যবাদ জানাই সঠিক শিক্ষক নির্বাচনের জন্য।

এ সাফল্যে নির্বাচন কমিটির সকল সদস্য, বিদ্যালয়ের সহকর্মীবৃন্দ, ছাত্র-অভিভাবকবৃন্দ, বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন দেবাশীষ বিশ্বাস।

……………………………….
লেখা পাঠান আমাদের নিকট : shiksharalo.news@gmail.com
লিখুন শিক্ষা বিষয়ক সংবাদ, ফিচার, কলাম, মতামত। পাঠিয়ে দিন উপরোক্ত পত্রিকার মেইলে। লেখার শেষে মোবাইল নম্বর ও ছবি পাঠাতে ভুলবেন না , ধন্যবাদ…………………………….
ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ : শিক্ষার আলো ডট কম 

ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল : Shikshar Alo 

Facebook Comments Box

Posted ১২:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com