আজ সিলেট অঞ্চলের জেলা ও আঞ্চলিক রেন্জার কাউন্সিল অধিবেশন ২০২১গঠন করা হয় । সিলেট বিভাগের চারটি জেলা থেকে আগত ১৮০ জন রেন্জার এর উপস্থিতিতে নির্বাচনের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট আঞ্চলিক রেন্জার কাউন্সিল গঠন করা হয়। কাউন্সিলে অতিথি হিসেবে ছিলেন স্থানীয় কমিশনার শারমিন সুলতানা,মৌলভীবাজার জেলা সেক্রেটারি মাধুরী মজুমদার,হবিগন্ঞ জেলা সেক্রেটারীপূর্ণিমা রাণী দাশ তালুকদার,গাইড সদস্য শামীমা আক্তার এবং আঞ্চলিক ট্রেইনার সুফিয়া বেগম।
উক্ত কাউন্সিল অধিবেশন উপদেষ্টা হিসেবে নির্বাচিত হন পূর্নিমা রানী দাশ তালুকদার।চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন উম্মে হাবিবা সুমি,সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন সরস্বতী রায়,কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন শেখ শায়লা আক্তার লিশা এবং কাউন্সিলের অন্যান্য সদস্যরা হলেন টিনা দেব,মোনতাহা আক্তার সামচি,অলকানন্দা দাশ,উম্মে হুরায়রা বিনতে কালাম,দীপা চৌধুরী,রুজিনা বেগম,সংগীতা কর্মকার মিতু,সামিয়াত ফাহিমা চৌধুরী,নিশীতা মেহজাবিন মিলি।