বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

স্কুলছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত শিক্ষক বরখাস্ত

জেলা প্রতিনিধি   |   বুধবার, ২৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট

স্কুলছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত শিক্ষক বরখাস্ত

অভিযুক্ত স্কুলশিক্ষক মো. ওমর ফারুক

-সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সহকারী শিক্ষক ওমর ফারুককে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। সোমবার (২২ আগস্ট) নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম স্বাক্ষরিত অফিস আদেশে অভিযুক্ত শিক্ষক ওমর ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সুবর্ণচর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু জাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক (৪৫) মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট এলাকার বাসিন্দা।

জানা যায়, গত মঙ্গলবার বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ঝাড়ু দেওয়ার সময় ওমর ফারুক ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। শিক্ষার্থী চিৎকার করলে তাকে ছেড়ে দিয়ে দ্রুত স্কুল ত্যাগ করেন। পরে ঘটনা জানতে পেরে ছাত্রীর মা বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক নুরুল আলম ও অন্যান্য শিক্ষকের উপস্থিতিতে মৌখিকভাবে জানিয়ে এর বিচার দাবি করেন।


ছাত্রীর বাবা বলেন, ‘আমরা ওই শিক্ষকের উপযুক্ত বিচার চাই।’ ছাত্রীর মা বলেন, ‘আমি বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানিয়েছি। তারা উপযুক্ত বিচার করবেন বলেেআশ্বাস দিয়েছেন। একটি মহল বিষয়টিকে ধামাচাপা দিতে আমাদের হুমকি দিচ্ছে। কোনো কিছুতেই আমরা পিছপা হবো না। আমার মেয়ের সঙ্গে যা ঘটেছে তার উপযুক্ত বিচার চাই।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম বলেন, ‘বিদ্যালয়ের নীতি পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় ও বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করায় শিক্ষক ওমর ফারুকের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জেলা শিক্ষা কর্মকর্তাকে অনুরোধ করেছি। সেই পরিপ্রেক্ষিতে উক্ত শিক্ষককে সময়িক বরখাস্ত করা হয়েছে।’


অভিযুক্ত শিক্ষক ওমর ফারুককে একাধিকবার মোবাইলে কল করলেও তা বন্ধ পাওয়া যায়।

Facebook Comments Box

Posted ২:৩০ অপরাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com