শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের টিকার নিবন্ধনের সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার নিবন্ধন লিংক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ জুলাই ২০২১ | প্রিন্ট

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার নিবন্ধন লিংক

জাতীয় বিশ্ববিদ্যালয় 

-ফাইল ছবি

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর সংক্রমণ রোধ ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা প্রদানের জন্য নিবন্ধন চলছে। শিক্ষার্থীদেরকে লিংকে ঢুকে যথাযথভাবে তথ্য সাবমিট করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

আগামী ১৯ জুলাইয়ের মধ্যে টিকা সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর নতুন সময় নির্ধারণ করা হয়েছে। সকল শিক্ষার্থীকে টিকা কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে ১২ জুলাই থেকে এক সপ্তাহ সময় বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


শিক্ষার আলোর ফেসবুক পেজে লাইক দিন ও ফলো করুন (ক্লিক করুন)।

শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।


গত মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নির্ধারিত সময়সীমা অনুযায়ী আগামী ১৯ জুলাইয়ের মধ্যে তথ্যছক পূরণ করে জমা দেয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরি বিবেচনায় অধিভুক্ত কলেজের অধ্যক্ষবৃন্দকে স্ব স্ব কলেজের তথ্যছক পূরণ নিশ্চিত করার লক্ষ্যে অনুরোধ করা হয়েছে। একইসাথে অধিভূক্ত কলেজের সকল শিক্ষার্থী যাতে নিবন্ধন সম্পন্ন করে সে অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও জনসচেতনা সৃষ্টিতে কাজ করতেও অনুরোধ করা হয়েছ্

শিক্ষার্থীদের এই লিংকে প্রবেশ করে তথ্যছক পূরণ করে জমা দিতে বলা হয়েছে।


শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা প্রদানের জন্য নিবন্ধন করতে লিংকে ক্লিক করুন। এবং যথাযথ তথ্য পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে সাবমিট করুন।

শিক্ষার আলোর ফেসবুক পেজে লাইক দিন ও ফলো করুন (ক্লিক করুন)।

শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Facebook Comments Box

Posted ৮:০৬ অপরাহ্ণ | রবিবার, ১৮ জুলাই ২০২১

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com