মঙ্গলবার ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ভুয়া এনটিআরসি সনদে শিক্ষক নিয়োগে অধ্যক্ষ বরখাস্ত

নরসিংদী প্রতিনিধি   |   রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

ভুয়া এনটিআরসি সনদে শিক্ষক নিয়োগে অধ্যক্ষ বরখাস্ত

চরসাগরদী আলীম মাদ্রাসা

-ফাইল ছবি

মনোহরদীতে ভুয়া এনটিআরসির সনদ ও সুপারিশে ৫ শিক্ষক নিয়োগের ঘটনায় এক মাদ্রাসা অধ্যক্ষকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পক্ষ থেকে মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালককে একটি তদন্ত প্রতিবেদনও দেয়া হয়েছে।

‘মনোহরদীতে ভুয়া এনটিআরসি সনদ ও সুপারিশে শিক্ষক নিয়োগের অভিযোগ’ শীর্ষক শিরোনামে গত ৪ অক্টোবর বাংলাদেশ জার্নালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়। প্রাথমিক তদন্তে চর সাগরদী আলীম মাদ্রাসায় ভুয়া এনটিআরসি সনদ ও সুপারিশে ৫ শিক্ষক নিয়োগের বিষয়টি সত্য প্রমাণিত হয় বলে জানা যায়। একই সাথে এ বিষয়ে গভর্নিং বডির পক্ষ থেকে মাদ্রাসার অধ্যক্ষকে তিন তিনটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। মাদ্রাসার সভাপতি মাহবুবুর রহমান জামিল স্বাক্ষরিত এ কারণ দর্শানো নোটিশের কোনটিরই তিনি জবাব দেননি বলে জানা গেছে।


অবশেষে গভর্নিং বডির গত ২১ নভেম্বরের সভায় মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিমকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাহবুবুর রহমান জামিল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পক্ষ থেকে তাদের তদন্ত প্রতিবেদন ও অধ্যক্ষকে গভর্নিং বডির সাময়িক বরখাস্তের বিষয়টি অবহিত করে রোববার মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালককেও একটি পত্র দেয়া হয়েছে। মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। সুএ : বাংলাদেশ জার্নাল

Facebook Comments Box


Posted ৯:১৩ অপরাহ্ণ | রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com