নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩ | প্রিন্ট
সারা দেশের সব মাদ্রাসা পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে ২২ কর্মকর্তাকে। দেশের মাদ্রাসা শিক্ষার গুণগত পরিবর্তনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার (৩১ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
নির্দেশনায় ২২ কর্মকর্তার কর্মপরিধি উল্লেখ করে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রতি মাসে ন্যূনতম ২টি মাদ্রাসা পরিদর্শন করবেন। পরিদর্শনকালে যাত্রাপথে মাদ্রাসা অধিদফতরের আওতাধীন প্রকল্প উন্নয়ন কার্যক্রম যা পড়বে তা পর্যবেক্ষণ করবেন। প্রতি মাসের শেষ সপ্তাহে পরবর্তী মাসের পরিদর্শনসূচিতে মহাপরিচালকের প্রাক-অনুমোদন দিতে হবে।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট মাদ্রাসার গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতি/সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী এবং প্রয়োজন ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা মাধ্যমিক অফিসার এবং স্থানীয় গণ্যমান্য লোকজনের সঙ্গে মতবিনিময় করবেন। পরিদর্শন শেষ হওয়ার এক মাসের মধ্যে অধিদফতরের মহাপরিচালক বরাবর নির্ধারিত ফরমেটে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবেন।
Posted ৫:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো