মোহাম্মদ জাহির মিয়া তালুকদার | মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
মানুষের গতি প্রকৃতি চিনার জন্য খুব একটা উন্নত মস্তিষ্ক দরকার নেই । চেহারাই মনের কথা বলে । তবে , মাঝে মধ্যে ব্যতিক্রমও আছে । ব্যতিক্রমতার মাঝে যে বেশী নিজেকে নান্দনিকভাবে প্রকাশ করতে পারে, সে সবচেয়ে বেশী সফল ।
মাঝে মধ্যে এমন লোকও বিরল নয়, যে আপনার কাছে যা চাইল সেটা উপস্থাপনের গুণে এমন পর্যায়ের আকৃতি ধারণ করলো যেন মনে হবে এটা শুধুমাত্র আপনিই পারেন বা আপনার কাছ থেকেই আপনজন হিসেবে হাত বাড়িয়ে নিয়েছে ।
মনে হবে এটা বোধ হয় এর আগে কোনদিন ঘটেনি । মনে হবে এটাই সবচেয়ে ইউনিক চাওয়া, যা আপনার আগে কারো কাছে চায়নি । এটা হচ্ছে সবচেয়ে নতুন শোনা কথা, যা এর আগে সে কাউকে বলেনি । কিম্বা, এমন কৃতজ্ঞতাবোধ মনে হচ্ছে আর কারো কাছে প্রকাশ করেনি।
অন্তর্চক্ষু দিয়ে যদি একটু অন্যভাবে দেখেন , ইতিহাসের পাতা যদি একবার উল্টেপাল্টে দেখেন , কিম্বা যোগাযোগের তালিকা বা গতি প্রকৃতি যদি একটু খেয়াল করেন , কিম্বা টাইম মেশিনে করে তার পিছনের কর্মকান্ডগুলো যদি একবার দেখে আসেন, তাহলে আপনি অবাক না হয়ে পারবেন না।
আপনার কাছে উপস্থাপিত বিষয় ও ভাবগাম্ভীর্য এটাই প্রথম নয় । আপনাকে দেয়া কথা ইতোপূর্বে আরো বহুজনকে বহুবার বলেছে, যা তার কাছে এখন পান্তাভাতের মত মনে হচ্ছে; কিন্তু আপনার কাছে অমৃত সমান । আপনজন হিসেবে আপনিই যেন প্রথম হাতবাড়ালেন, সেটা কিন্তু একদম সঠিক নয়, তার আগে আরো অনেকের প্রশস্ত হাতের সংস্পর্শ সে পেয়েছে । আপনার দেয়া তথ্য আরো একাধিক জনের সাথে শেয়ার করে আপনার সততার পরীক্ষা নিয়েছে সেটা আপনিও হয়তো জানেন না।
অথবা, আপনার আবেগ থেকে করে দেয়া কাজ অন্যজনকে অবলীলায় পরিবর্তন পরিবর্ধন করার দায়িত্ব দেয়া হয়ে গেছে যা অপরজনকে অনেকটা সম্মানিত করার জন্য আপনার আবেগকে, আপনার একাগ্রতাকে চরমভাবে অপদস্ত কররছে, সেটা হয়তো আপনি জানতেও পারেন নি ।
আপনার দেয়া মূল্যবান এবং উপকারি তথ্যগুলো আরো একাধিক জনের কাছে জানতে চাওয়া হয়েছে বা সেটা মিলিয়ে দেখা হয়েছে যা আপনার উপর বিশ্বাস না থাকারই সামিল, কিম্বা আপনার কষ্ট করে ঘাঁটাঘাটি করে বের করে দেয়া টা অনেকটা অপাংক্তেয় ও অপমানিত হয়েছে সেটা আর কেউ না জানলেও কৃতকর্মকারী ঠিকই জানে ।
আপনি ভাবছেন এত ভাব, এত ব্যক্তিত্ববোধ হয়তো লোকটাকে একটা অনন্যতা দান করেছে । সে এমন একটা পর্যায়ে নিজেকে উপস্থাপন করছে, আপনি হয়তো ভাবছেন বেশ তো, এরকম আর হয়তো কখনোই দেখিনি ? আসলে বিষয়টা তা নয় । এটা হচ্ছে হাতের কাছে একটা কমলার গুরুত্ব যতবেশী থাকে, তা একখাঁচা কমলা থাকলে তার কোনটাকেই অত পাত্তা দেয়ার কোন কারণ থাকেনা, সেটাও ঠিক সেরকম । বহুপন্থা বা বহুনির্ভরতা বা বিকল্প প্রস্তুতি সব সময়ই গুরেুত্বের অন্তরায় । আপনিও সেই খাঁচায় ভরা কমলার একটা , তাই আপনি নতুন কিছু না ।
আপনার মেধাসত্ত্ব বিকিয়ে দিয়েছেন ? ভাবছেন খুব ভাল হয়েছে ? অন্তত আর যাই হোক মানুষটার কাজে তো লাগতে পেরেছি । সে একটু এগিয়ে গেলেই যেন আপনার প্রশান্তির জায়গাটুকু তৈরি হয় । আপনি জানেন কী , ইতোমধ্যে আরো একাধিক লোকের ইন্টেল্যাকুচুয়াল সাপোর্ট কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করে পরবর্তী ধাপ হিসেবে আপনার ডাক পড়েছে ? পূর্ববর্তী ধাপের কেউ পরবর্তী ধাপের খবরও রাখেনি ।
ঐ ভদ্রলোক নিজেও হয়তো জানেন না যে, মানুষের পছন্দের পরবর্তী ধাপ কত পরিবর্তন হয়ে আরেক পর্যায়ে চলে গেছে । তিনিও ভাবছেন, যা হোক অন্তত একটা মানুষকে তো মেধাসত্ত্ব দিয়ে সহায়তা করতে পেরেছি। আসলে তিনি জানেন না পরবর্তী জনও একই ভাবে অজানার পর্যায়ে থেকেই হাত বাড়িয়ে দিচ্ছেন ।
সত্যিকার অর্থে ধাপপরিবর্তনের কোন সীমা বা শেষ নেই । ওটা একটা চলমান প্রক্রিয়া । কেউ যেমন স্রোতের মাঝে দাঁড়িয়ে থাকতে পারে না, তেমনি সেরকম, মানুষের পছন্দের মাঝে সবসময় টিকে থাকাটাও একটা চ্যালেঞ্জ। সেখানে কেউ ঠিকে থাকতে পারে না । মানুষের মন আর আকাশের রং সবসময়ই পরিবর্তন যোগ্য, পরিবর্তন হয়ে যায় ।
তবে, যারা লক্ষ্য স্থির রেখে মানুষের মর্যাদা সমুন্নত রেখে, অঙ্গিকারকে অস্বীকার না করে পথ চলেন, কথা দিয়ে কথা রাখার জন্য আজীবন প্রচেষ্টা চালিয়ে যান তাদের প্রতি সকলের শ্রদ্ধা ও ভালবাসা থাকে সীমাহীন।
সেখানে নির্ভরতার জায়গা তৈরি হয় , তাই নিশ্চিন্তে সেখানে জায়গা খুঁজে নেয়া যায় । মানবতা সেখানে সমুন্নত ও প্রোজ্জ্বল ।
…………………………………………………………………………………………………………………………………
শিক্ষার আলোর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
লেখক :
মোহাম্মদ জাহির মিয়া তালুকদার
ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার
বানিয়াচং, হবিগঞ্জ।
Posted ৭:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১
শিক্ষার আলো ডট কম | শিক্ষার আলো