রবিবার ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলো আসবে খুব শীঘ্রই

মোমবাতির মতো প্রজ্বলমান অনলাইন পাঠদানকারী শিক্ষক

লুৎফুন্নাহার তালুকদার   |   শনিবার, ২৬ জুন ২০২১ | প্রিন্ট

মোমবাতির মতো প্রজ্বলমান অনলাইন পাঠদানকারী শিক্ষক

আলো আসবে খুব শীঘ্রই।।লুৎফুন্নাহার তালুকদার

মোমবাতি নিজে জ্বলে তার চারপাশ আলোকিত রাখার জন্য।একজন শিক্ষক নিজ দায়িত্বেই মোমবাতি হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। কোভিড-১৯ সেটা নতুনভাবে প্রমাণ করে দিল।

১৭মার্চ/২০২০খ্রি. আমরা চিরচেনা পরিবেশ, চিরচেনা কোলাহল, নিত্যকার অভ্যাস সবকিছু থেকেই হঠাৎ ছিটকে পড়েছি। মনে নানান ভয় আর উৎকন্ঠা নিয়ে দিন কাটিয়েছি আমরা,তখন মনে হয়েছিল আগে সুস্থ থাকি বেঁচে থাকি।প্রথমদিকে ঘরে বসে থাকতে কিছুটা আরামদায়ক মনে হলেও; কিছুদিন যেতেই সেটা অস্থিরতায় রূপ নিয়েছে।একদিকে মহামারি ভয় অন্যদিকে চিরচেনা অভ্যাস দুটোই সমানভাবে তাড়া করে ফিরছিল আমাদের।
আজকাল প্রযুক্তির কল্যাণে আমরা আর পিছিয়ে নেই,সামনে তাকাতে শুরু করেছি।কোভিড-১৯ আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিলেও আমাদেরকে অনেক বেশি ডিজিটালাইজড করেছে।


করোনা যোদ্ধা (অনলাইন) শিক্ষকরা প্রতিনিয়ত নিজেকে যুক্ত রেখেছেন মোবাইল, ল্যাপটপ, ডাটা, ওয়াইফাই ইত্যাদির মাঝে, ভার্চুয়াল জগতের সাথে।সবার মাথায় একই চিন্তা আমাদের সন্তানরা যেনো কোভিড-১৯ এর কবলে পড়াশোনা থেকে ছিটকে না যায়।কারণ আমরা জানি ঝরে পড়া শূণ্যের কোটায় নামিয়ে আনতে কতোটা মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। শতভাগ পাশের হার নিয়ে যখন সবাই উল্লাসে মেতে উঠে, একেকজন আলোর দিশারি অনুভব করেন উল্লাসের পিছনে কতোটা শ্রম।

আমরা ধীরে ধীরে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে গেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে এবং সেটা ঘরে বসেই।
ভালো সাঁড়া পেয়েছি আমাদের সম্মানিত অভিভাবকদের কাছ হতেও। আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাওয়ার একমাত্র উপায় আমদের অভিভাবকবৃন্দ। উনারাও যেন হাফ ছেড়ে বেঁচেছেন, যখন কথা হয় বেশ আনন্দের সাথেই বলেন, অনলাইন ক্লাস না থাকলে হয়তো পড়ার টেবিলেই বসতে চাইতো না। তখন মনে হয় আমরা সফল।


এখনো কোভিড-১৯ এর কবলেই আছি, একদিকে সুস্থ থাকার প্রাণান্ত চেষ্টা, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মকে ধরে রাখার ঐকান্তিক প্রচেষ্টা। পৃথিবীর এই ক্রান্তিলগ্নে একমাত্র শিক্ষকরাই আলোর প্রদীপ হয়ে নিজের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে ঝাপিয়ে পড়েছে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে। কারণ আমরা অনুভব করেছি আমাদের ভবিষ্যত প্রজন্ম আমাদের দিকেই তাকিয়ে – তাদের ধরে রাখতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। আমরা আজীবন মোমবাতির মত নিজে জ্বলে চারপাশ আলোকিত রাখার দৃঢ় প্রতিজ্ঞ।

যেখানে গ্রাসের রাজত্বে বিভিন্ন মহল এই নিদারুণ পরিস্থিতিতেও ব্যস্ত, ঠিক সেই মুহুর্তে আমরা প্রদীপ নিয়ে ছুটছি দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টায়।
আমরা অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা অনুযায়ী প্রতি সপ্তাহের ওয়ার্কশীট বিতরণ করছি, বাড়ির কাজ গ্রহণ করছি,মূল্যায়ন করছি। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী “গুগল মিট” এর সাথে নতুন যাত্রা শুরু করেছি। সেখানেও ধীরে ধীরে লক্ষ্যে পৌঁছার প্রাণান্ত চেষ্টায় আছি।এখানেও নতুন অভিজ্ঞতা, ওদের সাথে সরাসরি কথা বলতে পারছি, ভাব বিনিময় করতে পারছি। বড় বড় চোখে স্কীনের দিকে তাকানো, একে অন্যকে দেখে মুখ টিপে হাসাহাসি – এ এক অন্যরকম অনুভূতি।


আমাদের ধ্যান একটি শিশুও যেন বঞ্চিত না হয় এই ক্ষুদ্র প্রচেষ্টা থেকে। দিনরাত নতুন নতুন উপায় খুঁজে চলেছি, চলেছে অবিরাম অনলাইন যুদ্ধ।অন্তত এখন আর হারিয়ে যাওয়ার ভয় নেই, তারা বইয়ের সাথে আছে এটা নিশ্চিত।আলো আসবে খুব শীঘ্রই, স্বপ্নের পথে হাটছি প্রত্যাশা নতুন স্বাভাবিক বিশ্বের।

লেখক: মোছাঃ লুৎফুন্নাহার তালুকদার, শিক্ষক , চুনারুঘাট, হবিগঞ্জ।

 

……………………………………………

আপনি কি শিক্ষক? লেখক ? কিংবা গবেষক ?

আপনি কি আপনার লেখা প্রকাশ করতে চাচ্ছেন? বিস্তারিত পড়তে ক্লিক করুন এখানে।

তাহলে আর দেরি না করে আজই আমাদেরকে লিখে পাঠান, লিখতে পারেন নিয়মিতও। আমরা প্রকাশ করবো আপনার লেখা।

শিক্ষার আলো ডট কমের ফেসবুক পেজে লাইক দিতে ক্লিক করুন। সকল সংবাদের সাথে থাকুন: https://web.facebook.com/shiksharalo.official

শিক্ষার সব খবর সবার আগে জানতে শিক্ষার আলোর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। লাইভ অনুষ্ঠান (টকশো, গান ও কবিতার আসর), আইটি ট্রেনিং ও অনলাইন ক্লাসের ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই শিক্ষার আলো ডট কমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

শিক্ষার আলো ডট কমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Facebook Comments Box

Posted ৮:৩৭ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুন ২০২১

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com