| রবিবার, ২৪ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। স্বাস্থ্যবিধি মেনে কিভাবে স্কু-কলেজ খুলতে হবে সে সংক্রান্ত একটি গাইডলাইন তৈরি করেছে মাউশি।
শুক্রবার (২২ জানুয়ারি) রাতে মাউশির ওয়েবসাইটে এই গাইডলাইন প্রকাশ করা হয়েছে। ইউনিসেফের সহায়তায় গাইডলাইনটি তৈরি করা হয়েছে।
গাইডলাইনে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীদের জন্য পালনীয় নানান নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিবেঞ্চে শিক্ষার্থী সংখ্যা, পানি, তাপমাত্রা পরিমাপের যন্ত্র, হ্যান্ডস্যানিটাইজার নিশ্চিত করাসহ নানা নির্দেশনা দেয়া হয়েছে। এসব নির্দেশনা মেনেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে বলেছে মাউশি।
Posted ৯:৫৬ অপরাহ্ণ | রবিবার, ২৪ জানুয়ারি ২০২১
শিক্ষার আলো ডট কম | ডেস্ক এডিটর