বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

এসএসসিতে পাসের হারে এগিয়ে বরিশাল বোর্ড

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ | প্রিন্ট

এসএসসিতে পাসের হারে এগিয়ে বরিশাল বোর্ড

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হারে এগিয়ে আছে বরিশাল বোর্ড। মোট ১১টি বোর্ডে এবার গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। এর মধ্যে এগিয়ে আছে বরিশাল বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ। বরিশাল ছাড়া আর কোনো শিক্ষা বোর্ডে পাসের হার ৯০ শতাংশ পার হয়নি।

শিক্ষা বোর্ডগুলোর সংশ্লিষ্ট সূত্রে এই জানা গেছে। জানা গেছে এসএসসি ও সমমানে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি পাস করেছে বরিশাল বোর্ডে।


বরিশালের পর পাসের হারে দ্বিতীয় রাজশাহী বোর্ড। এই বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৯ শতাংশ।

যশোর বোর্ডে ৮৬ দশমিক ১৭ শতাংশ, ময়মনসিংহে ৮৫ দশমিক ৪৯ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৮ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।


চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ২৯ শতাংশ, ঢাকা বোর্ডে ৭৭ দশমিক ৫৫ শতাংশ, দিনাজপুরে ৭৬ দশমিক ৮৭ এবং সিলেট বোর্ডে ৭৬ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এছাড়া কারিগরি বোর্ডে ৮৬ দশমিক ৩৫ শতাংশ এবং মাদরাসা বোর্ডে ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।


শুক্রবার (২৮ জুলাই) সকালে বাটন চেপে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে গণভবনে সরকারপ্রধানের হাতে ফলাফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

গত ৩০ এপ্রিল শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি।

গত বছর দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার গড় পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। সেবছর পৃথকভাবে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৮৮.১০ শতাংশ, মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.২২ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৮৪.০৭ শতাংশ ছিল।

Facebook Comments Box

Posted ৫:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com