সোমবার ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব বাবা দিবস আজ

“বাবা” এ এক সংজ্ঞাহীন শব্দ।। লুৎফুন্নাহার তালুকদার

লুৎফুন্নাহার তালুকদার   |   রবিবার, ২০ জুন ২০২১ | প্রিন্ট

“বাবা” এ এক সংজ্ঞাহীন শব্দ।। লুৎফুন্নাহার তালুকদার

বিশ্ব বাবা দিবস আজ

আমরা নানাভাবে এই শব্দটা সংজ্ঞায়িত করার চেষ্টা করেই যাচ্ছি।
বাবা শব্দটি কারো কাছে মাথার উপর বিশাল আকাশ,তপ্ত রোদে এক টুকরো মেঘ।কারো কাছে বটবৃক্ষ,কারো কাছে ঈদ।কারো কাছে আবার বাবা মানেই পুরো পৃথিবী।
কত কিছুর সাথেই না আমরা তুলনা করতে যাই একেক সময় নিজের একেকটা অনুভূতির সঙ্গে মিশিয়ে।আসলে স্বাভাবিক ভাবেই কোনো কিছুর সঙ্গেই বাবার তুলনা হয়না।এগুলো নিছক শব্দ মাত্র।
বাবার তুলনা বাবা নিজেই।

জন্ম থেকে সব কিছুতেই বাবার অস্তিত্ব জড়িয়ে আছে।
হাটতে শিখেছি বাবার হাত ধরেই।স্কুলে যাওয়া শুরু বাবার হাত ধরেই।
কিছু স্মৃতি মনে আছে কিছু বাবার মুখেই গল্পে শুনা।
এই যেমন বাবার হাত ধরে প্রথম স্কুলে যাওয়ার স্মৃতি মনে নেই কিন্তু যেদিন প্রথম চাকুরিতে জয়েন করেছি,সেদিন বৃষ্টিতে ভিজে বাবার বাইকে করে কর্মস্থলে যাওয়ার স্মৃতি আজীবনের জন্য গেঁথে আছে।


বাবাই সন্তানদের শেখান কিভাবে পাড়ি দিতে হয় জীবনের অলিগলি আর আঁকাবাকা বন্ধুর পথ।অতি সাধারণ একজন মানুষ নিজের সন্তানদের কাছে হয়ে উঠেন অসাধারণ, অনুকরণীয় আদর্শ।
দেশ -কাল -ভাষা ভেদে বাবা ডাকটি বাদলালেও বদলায় না বাবা নামক অনুভূতি বদলায় না রক্তের টান।এ যেন চিরায়ত শ্বাশত এক সম্পর্ক এক অনন্য অনুভূতি!

বাবার প্রতি সম্মান জানাতে আলগা করে ভালবাসা প্রকাশ করতে বিশ্বজুড়ে ১৯০৮ সাল থেকে পালিত হচ্ছে বাবা দিবস।১৯৭২ সালে প্রেসিডেন্ট লিন্ডেন বি জনসন জুন মাসের ৩য় রোববার কে বাবা দিবস হিসেবে নির্ধারণ করেন।সাম্প্রতিক বছর গুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যম এর সুবাদে বাবা দিবস ঘটা করেই পালিত হচ্ছে।
আমরাও এই দিনের এই সুযোগটা আনন্দের সাথেই নিচ্ছি।


সন্তান হিসেবে বাবার প্রতি আমাদেরও অনেক দায়িত্ব আছে।কিন্তু হতভাগা সন্তানরা সেই দায়িত্ব পালনের সুযোগ থেকেও বঞ্চিত হয়।আমি সেই হতভাগ্য দের একজন।
আজ বাবার প্রতি কোনো আনুগত্য দেখানোর সুযোগ নেই আমার!
আজকের এই বিশেষ দিনে পৃথিবীর সকল বাবার প্রতি ভালোবাসা। আমার বাবার জন্য দুইহাত তুলি আল্লাহর দরবারে যেনো ওপারে শান্তিতে রাখেন।

লেখক: মোছাঃ লুৎফুন্নাহার তালুকদার, শিক্ষক , চুনারুঘাট, হবিগঞ্জ।


 

……………………………………………

আপনি কি শিক্ষক? লেখক ? কিংবা গবেষক ?

আপনি কি আপনার লেখা প্রকাশ করতে চাচ্ছেন? বিস্তারিত পড়তে ক্লিক করুন এখানে।

তাহলে আর দেরি না করে আজই আমাদেরকে লিখে পাঠান, লিখতে পারেন নিয়মিতও। আমরা প্রকাশ করবো আপনার লেখা।

শিক্ষার আলো ডট কমের ফেসবুক পেজে লাইক দিতে ক্লিক করুন। সকল সংবাদের সাথে থাকুন: https://web.facebook.com/shiksharalo.official

শিক্ষার সব খবর সবার আগে জানতে শিক্ষার আলোর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। লাইভ অনুষ্ঠান (টকশো, গান ও কবিতার আসর), আইটি ট্রেনিং ও অনলাইন ক্লাসের ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই শিক্ষার আলো ডট কমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

শিক্ষার আলো ডট কমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Facebook Comments Box

Posted ৪:০৭ অপরাহ্ণ | রবিবার, ২০ জুন ২০২১

শিক্ষার আলো ডট কম |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
অফিস

চৌগাছা, যশোর-৭৪১০

হেল্প লাইনঃ 01644-037791

E-mail: shiksharalo.news@gmail.com